ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিমি জুড়ে যানবাহনের ধীরগতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২৪, ১৯: ৫৮
Thumbnail image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৩ কিলোমিটার জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। ফলে এলেঙ্গা থেকে ধলা‌টেংগর ও কামাক্ষা মোড় থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পর্যন্ত তীব্র যানজ‌ট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। 

আজ শ‌নিবার সকাল থে‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে গণপ‌রিবহ‌নের চাপ বাড়তে শুরু করে। এর মধ্যে ভারী বৃষ্টি আর ফিট‌নেস‌বিহীন যানবাহন সড়‌কে বিকল হয়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়।

সরেজমিন দেখা যায়, যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে। এ ছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে ধলা‌টেংগর পর্যন্ত পাঁচ কি‌লো‌মিটার এবং গোহা‌লিয়াবাড়ীর কামাক্ষা মোড় হ‌তে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত তিন কি‌লো‌মিটার অং‌শে যানজট ও ধীরগ‌তি রয়ে‌ছে। 

মহাসড়‌কে চার‌ লেনের কাজের কার‌ণে জোকারচর এলাকায় ডাইভারশন থাকায় ওই অং‌শের দুই কি‌লো‌মিটারে থে‌মে থে‌মে গাড়ি চলছে। মহাসড়‌কে যানবাহনের ধীর‌গ‌তি ও চাপ থাকায় ঢাকাগামী যানবাহনকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়‌ক দি‌য়ে ঘু‌রি‌য়ে দেওয়া হ‌চ্ছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির কারণে যানবাহনে ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন ঢাকার দিকে যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলের দিকে একমুখী গাড়ি চলাচল করছে। যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে ফেরাতে নিরলস কাজ করছে পুলিশ।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আশরাফ আলমগীর বলেন, ‘মহাসড়‌কে বৃ‌ষ্টির কার‌ণে যানবাহন চলাচ‌লে ধীরগ‌তি সৃষ্টি হয়েছে। ত‌বে স্বাভাবিক গ‌তি‌তে যানবাহন চলাচল কর‌ছে।’

এদিকে ঈদের ছুটি শেষে মহাসড়‌কে যানবাহনের সংখ্যা বে‌ড়ে যাওয়ার বে‌ড়ে‌ছে বঙ্গবন্ধু সেতুতে টোল আদা‌য়ের হার। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৬৭ লাখ ১৮ হাজার ৪০০ টাকা। এ সময় সেতু‌তে পারাপার হ‌য়ে‌ছে ৩৯ হাজার ৬৫৩‌টি যানবাহন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত