ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৩ কিলোমিটার জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। ফলে এলেঙ্গা থেকে ধলাটেংগর ও কামাক্ষা মোড় থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
আজ শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের চাপ বাড়তে শুরু করে। এর মধ্যে ভারী বৃষ্টি আর ফিটনেসবিহীন যানবাহন সড়কে বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়।
সরেজমিন দেখা যায়, যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে। এ ছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে ধলাটেংগর পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং গোহালিয়াবাড়ীর কামাক্ষা মোড় হতে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত তিন কিলোমিটার অংশে যানজট ও ধীরগতি রয়েছে।
মহাসড়কে চার লেনের কাজের কারণে জোকারচর এলাকায় ডাইভারশন থাকায় ওই অংশের দুই কিলোমিটারে থেমে থেমে গাড়ি চলছে। মহাসড়কে যানবাহনের ধীরগতি ও চাপ থাকায় ঢাকাগামী যানবাহনকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির কারণে যানবাহনে ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন ঢাকার দিকে যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলের দিকে একমুখী গাড়ি চলাচল করছে। যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে ফেরাতে নিরলস কাজ করছে পুলিশ।’
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আশরাফ আলমগীর বলেন, ‘মহাসড়কে বৃষ্টির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। তবে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।’
এদিকে ঈদের ছুটি শেষে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের হার। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ৪০০ টাকা। এ সময় সেতুতে পারাপার হয়েছে ৩৯ হাজার ৬৫৩টি যানবাহন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৩ কিলোমিটার জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। ফলে এলেঙ্গা থেকে ধলাটেংগর ও কামাক্ষা মোড় থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
আজ শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের চাপ বাড়তে শুরু করে। এর মধ্যে ভারী বৃষ্টি আর ফিটনেসবিহীন যানবাহন সড়কে বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়।
সরেজমিন দেখা যায়, যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে। এ ছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে ধলাটেংগর পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং গোহালিয়াবাড়ীর কামাক্ষা মোড় হতে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত তিন কিলোমিটার অংশে যানজট ও ধীরগতি রয়েছে।
মহাসড়কে চার লেনের কাজের কারণে জোকারচর এলাকায় ডাইভারশন থাকায় ওই অংশের দুই কিলোমিটারে থেমে থেমে গাড়ি চলছে। মহাসড়কে যানবাহনের ধীরগতি ও চাপ থাকায় ঢাকাগামী যানবাহনকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির কারণে যানবাহনে ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন ঢাকার দিকে যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলের দিকে একমুখী গাড়ি চলাচল করছে। যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে ফেরাতে নিরলস কাজ করছে পুলিশ।’
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আশরাফ আলমগীর বলেন, ‘মহাসড়কে বৃষ্টির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। তবে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।’
এদিকে ঈদের ছুটি শেষে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের হার। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ৪০০ টাকা। এ সময় সেতুতে পারাপার হয়েছে ৩৯ হাজার ৬৫৩টি যানবাহন।
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
১ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২২ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
৪৩ মিনিট আগে