Ajker Patrika

গুচ্ছে থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নিজ আইনে ভর্তি পরীক্ষা

জবি প্রতিনিধি 
ফাইল ছবি
ফাইল ছবি

তিন দফা ‘অনুরোধ’ জানানোর পর এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এখন পর্যন্ত নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জবি উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের ২০০৫ সালের আইন অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত নিজস্ব পদ্ধতিতে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ২০০৫-এর আইনানুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে রয়েছি। নিজস্ব পদ্ধতিতে ৩১ জানুয়ারি ইউনিট-ই এর পরীক্ষার মধ্য দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।’

এর আগে, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি প্রক্রিয়া ২০০৫—সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদে পাস করা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ এ নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৫-এর আইনে ৪০(১) ধারায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে বলা আছে, ‘এই আইন এবং সংবিধির বিধানসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠ্যক্রমে ছাত্র ভর্তি একাডেমিক কাউন্সিল কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত ভর্তি কমিটি কর্তৃক প্রণীত বিধি দ্বারা পরিচালিত হইবে।’

এর আগে, গতকাল সোমবার তিন দফা ‘অনুরোধ’ জানানোর পর এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নির্দেশ দেয়ে শিক্ষা মন্ত্রণালয়। গুচ্ছ পদ্ধতি থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেরিয়ে যাওয়া ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেরিয়ে যাওয়ার উদ্যোগের মধ্যেই এ নির্দেশ দিয়ে উপাচার্যদের ‘কড়া ভাষায়’ চিঠি পাঠায় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত