ফেসবুক লাইভে এসে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২২: ৫৪
Thumbnail image

চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের শ্বশুর মোহাম্মদ আবু মহসিন খান নিজ বাসায় আত্মহত্যা করেছেন। আজ বুধবার আনুমানিক রাত ৮টা ৪০ মিনিটের দিকে তিনি তাঁর লাইসেন্সকৃত পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আত্মহত্যার আগে রাত সাড়ে ৮টায় ফেসবুক লাইভে আসেন আবু মহসিন খান। লাইভে নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন তিনি। প্রায় ১৫ মিনিট কথা বলেন। আত্মহত্যার আগে পিস্তলের লাইসেন্স দেখান। লাইভের একপর্যায়ে তিনি বলেন, ‘পৃথিবীটা সুন্দর। আমি হয়তো দুই দিন পরে যেতাম। কিন্তু আত্মীয়স্বজনরা সবাই আমার সঙ্গে প্রতারণা করেছে।’ 

এরপর কালিমা পড়েন এবং সন্তানদের কাছে ক্ষমা চান। সর্বশেষ আবারও কালিমা পড়ে নিজের মাথায় গুলি চালান মহসিন খান। লাইভে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন না করে রায়েরবাজার কবরস্থানে দাফনের কথাও বলেন তিনি। 

ওসি ইকরাম আলী মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি রাত সাড়ে ৮টার দিকে তাঁর নিজ বাসায় আত্মহত্যা করেছেন। আমরা তাঁর বাসায় আছি। সেখানে তিনি একাই থাকতেন। কেন আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত