Ajker Patrika

মাদারীপুরে নিখোঁজের পরদিন মিলল যুবকের লাশ 

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে নিখোঁজের পরদিন মিলল যুবকের লাশ 

নিখোঁজের পর মাদারীপুরের রাজৈরে ফসলের জমি থেকে রবিউল মৃধা (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার আলমদস্তার এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়। 

রবিউল মৃধা ওই এলাকার মৃত ওহাব মৃধার ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ডে একটি বাস কাউন্টারের টিকিট বিক্রির চাকরি করতেন। 

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার কাজে যায় রবিউল মৃধা। রাতে বাড়িতে ফিরে না আসায় তাকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে রাজৈর উপজেলার আলমদস্তার এলাকার একটি ফসলি জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। 
 
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত