নিজস্ব প্রতিবেদক ঢাকা
পুরান ঢাকার আজিমপুর কলোনির একটি বহুতল ভবনে সকাল থেকে পানি নেই। পানি না থাকায় ২০ তলা এই ভবনের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজিমপুর কলোনির ২০ নম্বর ভবনের নিরাপত্তা প্রহরী শামসুল আলম জানান, সকাল ১১টার দিকে গণপূর্তের লোকজন জানান যে পানির পাম্পের সমস্যা আছে। বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু রাত ১১টা পর্যন্ত রিজার্ভ ট্যাংকিতে পানি সরবরাহ দেওয়া হয়নি। এতে অনেকেই পাশের ভবন থেকে পানি এনে ব্যবহার করছেন।
২০নং ভবনের বাসিন্দা হোসেন জানান, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ পানি বন্ধ হওয়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। তিনি বলেন, ‘রাতে বাসায় ফিরে দেখি পানি নেই। রান্না বন্ধ রয়েছে।’
ছয়তলার বাসিন্দা বীথি আক্তার জানান, পানি না থাকায় তাঁর রাতের রান্না করা সম্ভব হয়নি। হাতমুখ ধোয়া কিংবা অজু করার মতো পানিও তাঁদের বাসায় ছিল না।
এ ভবনের বাসিন্দা নার্গিস জানান, কখনো ভবনের পানির সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে পানির সংকট দেখা দেওয়াতে অজু করা থেকে শুরু করে থালাবাটি ধোয়ার পানিও ছিল না। রাতের বেলায় পাশের ১৭ নম্বর ভবন থেকে কিছু পানি এনে প্রয়োজন মেটাতে হয়।
জানতে চাইলে আজিমপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘যেখান থেকে পানি সরবরাহ দেওয়া হয় সেখানকার মোটরে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে ভবনে পানি আসছে না। পাম্পের মোটর মেরামত না করা পর্যন্ত ভবনটিতে পানি সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।’
পানি এবং মোটর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন উপসহকারী প্রকৌশলী তুষার আলম। তিনি পাম্পের সেখানে আছেন বলে জানান আল আমিন। উপসহকারী প্রকৌশলী তুষার আলমের ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি জবাব দেননি। পরে বি জোনের এক নম্বর গেটের প্রবেশপথের ডান পাশে যেখানে পাম্পের সমস্যা হয়েছে সেখানে গিয়েও তুষার আলমকে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য নেওয়ার জন্য রাত ১১টা পর্যন্ত ২০ থেকে ২৫ বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
পুরান ঢাকার আজিমপুর কলোনির একটি বহুতল ভবনে সকাল থেকে পানি নেই। পানি না থাকায় ২০ তলা এই ভবনের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজিমপুর কলোনির ২০ নম্বর ভবনের নিরাপত্তা প্রহরী শামসুল আলম জানান, সকাল ১১টার দিকে গণপূর্তের লোকজন জানান যে পানির পাম্পের সমস্যা আছে। বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু রাত ১১টা পর্যন্ত রিজার্ভ ট্যাংকিতে পানি সরবরাহ দেওয়া হয়নি। এতে অনেকেই পাশের ভবন থেকে পানি এনে ব্যবহার করছেন।
২০নং ভবনের বাসিন্দা হোসেন জানান, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ পানি বন্ধ হওয়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। তিনি বলেন, ‘রাতে বাসায় ফিরে দেখি পানি নেই। রান্না বন্ধ রয়েছে।’
ছয়তলার বাসিন্দা বীথি আক্তার জানান, পানি না থাকায় তাঁর রাতের রান্না করা সম্ভব হয়নি। হাতমুখ ধোয়া কিংবা অজু করার মতো পানিও তাঁদের বাসায় ছিল না।
এ ভবনের বাসিন্দা নার্গিস জানান, কখনো ভবনের পানির সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে পানির সংকট দেখা দেওয়াতে অজু করা থেকে শুরু করে থালাবাটি ধোয়ার পানিও ছিল না। রাতের বেলায় পাশের ১৭ নম্বর ভবন থেকে কিছু পানি এনে প্রয়োজন মেটাতে হয়।
জানতে চাইলে আজিমপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘যেখান থেকে পানি সরবরাহ দেওয়া হয় সেখানকার মোটরে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে ভবনে পানি আসছে না। পাম্পের মোটর মেরামত না করা পর্যন্ত ভবনটিতে পানি সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।’
পানি এবং মোটর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন উপসহকারী প্রকৌশলী তুষার আলম। তিনি পাম্পের সেখানে আছেন বলে জানান আল আমিন। উপসহকারী প্রকৌশলী তুষার আলমের ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি জবাব দেননি। পরে বি জোনের এক নম্বর গেটের প্রবেশপথের ডান পাশে যেখানে পাম্পের সমস্যা হয়েছে সেখানে গিয়েও তুষার আলমকে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য নেওয়ার জন্য রাত ১১টা পর্যন্ত ২০ থেকে ২৫ বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে