রাজবাড়ীতে হেলমেট পরা মোটরসাইকেলচালকদের পুলিশের ফুলের শুভেচ্ছা 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ১৮
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০১

‘নিরাপদ ভ্রমণ-নিরাপদ জীবন’ স্লোগানে রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহায়তায় আজ বৃহস্পতিবার সকালে শহরের বড়পুল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোছাম্মৎ শামিমা পারভীন। 

ট্রাফিক আইন মেনে এবং মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য চালকদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানায় পুলিশ। 

পুলিশ সুপার মোছাম্মৎ শামিমা পারভীন বলেন, ‘নিরাপদ ভ্রমণ-নিরাপদ জীবন’-এর লক্ষ্যে এই কর্মসূচি দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এটিকে ভালোভাবে গ্রহণ করেছে। আগামীকাল থেকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন প্রয়োগ করা হবে। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মুকিত সরকারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত