অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মিরপুরে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নাহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুরের পর আলী আজমকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আল আমিন তালুকদার কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আলী আজমের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে সাড়ে ৭টার সময় আলী আজমকে আটক করে র্যাব। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় তাঁকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেল তিনটার সময় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গুলিতে নিহত হন এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম।
এ ঘটনায় জাহিদুল ইসলামের ভাই মো. সবুজ বাদী হয়ে ২৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জানকে আসামি করা হয়। আদালতের নির্দেশে গত ১ সেপ্টেম্বর মিরপুর থানা মামলা রুজু করে।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, আলী আজম এই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মিরপুরে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নাহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুরের পর আলী আজমকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আল আমিন তালুকদার কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আলী আজমের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে সাড়ে ৭টার সময় আলী আজমকে আটক করে র্যাব। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় তাঁকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেল তিনটার সময় মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গুলিতে নিহত হন এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম।
এ ঘটনায় জাহিদুল ইসলামের ভাই মো. সবুজ বাদী হয়ে ২৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জানকে আসামি করা হয়। আদালতের নির্দেশে গত ১ সেপ্টেম্বর মিরপুর থানা মামলা রুজু করে।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, আলী আজম এই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৩ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৩ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৪ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৪ ঘণ্টা আগে