Ajker Patrika

বন্দরে ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

বন্দর প্রতিনিধি
বন্দরে ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

নারায়ণগঞ্জ বন্দরের মৎস্য কর্মকর্তা এবং কলাগাছিয়া নৌ-পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে পরিত্যক্ত অবস্থা ফেলে রাখা ৮ কেজি মা ইলিশ মাছ।

শনিবার বেলা সাড়ে ১২টায় বন্দর থানার শীতলক্ষ্যা নদীর মোহনায় এই যৌথ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক জানান, বন্দর উপজেলার মৎস্য অধিদপ্তর এবং কলাগাছিয়া নৌ পুলিশ যৌথ ভাবে শীতলক্ষ্যা নদীর মোহনায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নিষিদ্ধ মৌসুমে নির্দেশনা উপেক্ষা করে ইলিশ মাছ শিকার করছে জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।

তিনি আরও জানান, আমাদের অভিযান টের পেয়ে জেলেরা প্রায় ৮ কেজি মা ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্টজাল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা উদ্ধারকৃত ৮ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় মাদ্রাসায় বিতরণ করেন। এবং নিষিদ্ধ কারেন্টজালগুলো পুড়িয়ে ফেলা হয়। নিষিদ্ধ মৌসুমজুড়ে আমাদের এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে। 

উল্লেখ্য, মা ইলিশের বিচরণ এবং ডিম পারার মৌসুম হিসেবে সরকার ইলিশ আহরণে নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। এই সময়ের ভেতর ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এর মাঝেও জেলেরা পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রায়ই শীতলক্ষ্যার মোহনা ও মেঘনা নদী থেকে ইলিশ শিকার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত