খাগড়াছড়িতে কারাগারে বসে পরীক্ষা দিয়েছে ৩ শিক্ষার্থী

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৩২

খাগড়াছড়িতে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে তিন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার জেলা কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষায় অংশ নেয় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ। 

এদের মধ্যে দুজনই পৃথক হত্যা মামলার আসামি। মাটিরাঙা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী এক বছর ধরে কারাগারে রয়েছে। আরেকজন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী। সে কয়েক দিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর কারাগারে রয়েছে। অন্যদিকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আরেক শিক্ষর্থী নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে আছে। 

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিয়েছে। তাঁরা তিনজন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা শুরু করেছে।’

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, ‘জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত