মামলা দেওয়া শুরু করেছে ট্রাফিক পুলিশ, একদিনে ৩৫ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৪০

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কার্যত অকার্যকর হয়ে পড়েছিল পুলিশ বাহিনী। এর নেতিবাচক প্রভাব পড়েছিল ট্রাফিক শৃঙ্খলায়ও। তবে রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে আবারও কাজ শুরু করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। গতকাল সোমবার রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৭৬টি মামলা এবং ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। 

পুলিশ কর্মকর্তা বলেন, ’সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গতকাল সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৭৬টি মামলা করা হয়েছে। এতে ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা টাকার মধ্যে ৭ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।’ 

এদিকে মামলা ও জরিমানা করা ছাড়াও অভিযানে ৬০টি গাড়ি ডাম্পিং ও ৪০টি গাড়ি রেকার করা হয়েছে বলেও জানিয়েছে মুহাম্মদ তালেবুর রহমান। ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত