Ajker Patrika

গরু চুরি করতে গিয়ে ধরা পড়লেন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
গরু চুরি করতে গিয়ে ধরা পড়লেন হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়লেন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিসহ দুজন। গতকাল রোববার রাতে উপজেলার নবাবপুরের হোগলাডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁদেরকে ধরে পিটুনি দেন। পরে পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

গণপিটুনির শিকার দুই ব্যক্তি হলেন, বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমী গ্রামের সাইফুল শেখ রিপন (৩০) ও ফরিদপুরের অম্বিকাপুর গ্রামের খোকন শেখ (৩৮)। 

গ্রেপ্তার খোকন শেখ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইফুল শেখ রিপনবিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিবুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল রাতেই আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। তাঁদের মধ্যে রিপন ২০১৮ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। চুরির অপরাধে তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’ 

গরু চুরির ঘটনার বিষয়ে নবাবপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামরুল হাসান বলেন, ‘এলাকার একটি বাড়িতে গরু চুরি করতে ঢুকলে দুজনকেই ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে গ্রামের লোকজন একত্রিত হয়ে তাঁদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। এক সপ্তাহ আগে নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রাম থেকে দুটি গরু চুরি হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত