টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে আজকের পত্রিকার সাংবাদিকসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১৫: ৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বর এলাকায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে আজকের পত্রিকার সাংবাদিক আহমেদ শাবিব আব্দুল্লাহসহ দুজন আহত হয়েছেন। একই সময় ওই এলাকা থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে আটক করে পুলিশ। 

আজ বুধবার দুপুর আড়াইটায় ডাস চত্বরের পাশে এ ঘটনা ঘটে। আহত সাউন্ড গ্রেনেডের আঘাতে সাংবাদিক আহমেদ শাবিবের হাত ঝলসে গেছে এবং পেটে জখম হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ডাকসুর সাবেক নেতা আখতার হোসেনসহ তিনজন এসে অবস্থান নেন। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদের চলে যেতে বললে সেখানে তাঁরা শুয়ে পড়েন। এ সময় সাংবাদিকেরা তাদের চারদিকে ঘিরে দাঁড়ান। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা সেখানে অবস্থান করলে পুলিশ কিছুক্ষণ পর সরে যায়। 

সাবেক ডাকসু নেতা আখতার হোসেনকে আটক করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকাএ সময় সাংবাদিকেরা চলমান আন্দোলন সম্পর্কে তাদের বক্তব্য নেওয়ার সময় পুলিশের দিক থেকে জটলা উদ্দেশ করে চার থেকে পাঁচটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এ সময় সবাই ছত্রভঙ্গ হয়ে গেলে আখতার হোসেনকে আটক করে নিয়ে যায় পুলিশ। আটকের সময় তাঁকে মারধরও করা হয়। 

পরে কাভার্ড ভ্যানের ভেতর থেকে আখতার হোসেন বলেন, ‘সারা দেশের শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছে, এর দায় সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত