বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঘন কুয়াশার কারণে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল। ঢাকার পথে থাকা দুটি ফ্লাইট গন্তব্য বদলে কলকাতায় অবতরণ করে বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশার জন্য বিমানের দুটি যাত্রীবাহী ফ্লাইট কলকাতায় ‘ডাইভার্ট’ করা হয়। আজ সকাল ৮টার পর থেকে ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ শুরু করে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সুত্র জানায়, ফ্লাইটগুলো সকালের দিকে ঢাকার দিকে অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।
ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮ টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায়, দুটি ফ্লাইট কুয়ালালামপুর, একটি দিল্লি ও একটি ব্যাংককে অবতরণ করে।
রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। কুয়াশা আরও কিছুদিন থাকার কথা রয়েছে।
ঘন কুয়াশার কারণে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল। ঢাকার পথে থাকা দুটি ফ্লাইট গন্তব্য বদলে কলকাতায় অবতরণ করে বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশার জন্য বিমানের দুটি যাত্রীবাহী ফ্লাইট কলকাতায় ‘ডাইভার্ট’ করা হয়। আজ সকাল ৮টার পর থেকে ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ শুরু করে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সুত্র জানায়, ফ্লাইটগুলো সকালের দিকে ঢাকার দিকে অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।
ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮ টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায়, দুটি ফ্লাইট কুয়ালালামপুর, একটি দিল্লি ও একটি ব্যাংককে অবতরণ করে।
রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। কুয়াশা আরও কিছুদিন থাকার কথা রয়েছে।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
৭ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
২০ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৩২ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে