নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ১০ আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
এই আসামিদের মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের সঙ্গে ছিনতাই হওয়া দুজনকেও হাজির করা হয়। পরে আসামি ছিনতাই এর ঘটনা ঘটার পর এই দশজনকে আদালতের হাজতখানায় রেখে দেওয়া হয়।
সন্ধ্যার পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এস আই আবু সাঈদ চৌধুরী প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ দিনই মনজুর করেন।
রিমান্ডে নেওয়ার ১০ আসামি হলেন-শাহিন আলম, শাহ আলম ওরফে সালাউদ্দিন বিএম মুজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, খাইরুল ইসলাম জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে যায়েদ, আব্দুস সবুর ও রশিদ উন নবী ভুইয়া ওরফে টিপু ওরফে রাসেল।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ‘আসামিরা পরস্পর পরিকল্পনা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। পুলিশ সদস্যদের হত্যা করার জন্য তাঁদের ওপর হামলা করেছেন। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তারা ভালো করে জানেন। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের শনাক্ত করার জন্য এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য রিমান্ডে দিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’ তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।
এই সম্পর্কিত আরও পড়ুন:
ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ১০ আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
এই আসামিদের মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের সঙ্গে ছিনতাই হওয়া দুজনকেও হাজির করা হয়। পরে আসামি ছিনতাই এর ঘটনা ঘটার পর এই দশজনকে আদালতের হাজতখানায় রেখে দেওয়া হয়।
সন্ধ্যার পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এস আই আবু সাঈদ চৌধুরী প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ দিনই মনজুর করেন।
রিমান্ডে নেওয়ার ১০ আসামি হলেন-শাহিন আলম, শাহ আলম ওরফে সালাউদ্দিন বিএম মুজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, খাইরুল ইসলাম জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে যায়েদ, আব্দুস সবুর ও রশিদ উন নবী ভুইয়া ওরফে টিপু ওরফে রাসেল।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ‘আসামিরা পরস্পর পরিকল্পনা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। পুলিশ সদস্যদের হত্যা করার জন্য তাঁদের ওপর হামলা করেছেন। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তারা ভালো করে জানেন। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের শনাক্ত করার জন্য এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য রিমান্ডে দিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’ তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।
এই সম্পর্কিত আরও পড়ুন:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১৩ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৪২ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে