Ajker Patrika

বিক্ষোভ মিছিলে বাধা: মোহাম্মদপুর থানার ওসির ওপর মুসল্লিদের হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুন ২০২২, ১৯: ৪০
বিক্ষোভ মিছিলে বাধা: মোহাম্মদপুর থানার ওসির ওপর মুসল্লিদের হামলা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মুসল্লিদের হামলার শিকার হয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। আজ শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের বের করা বিক্ষোভ মিছিলে বাধা দিলে তাঁর ওপর এই হামলা চালানো হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ করার সময় বাধা দিলে ওসি আবুল কালাম আজাদ হামলার শিকার হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসির সঙ্গে আরও একজন আহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হামলার বিষয়টি মোহাম্মদপুর থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের থানার নতুন ওসি আবুল কালাম আজাদ ঢাকা উদ্যানে দায়িত্বরত অবস্থায় হামলার শিকার হয়েছেন। তিনি মাথায় ও ‍বুকে আঘাত পেয়েছেন। তাঁকে উদ্ধার করে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি শঙ্কামুক্ত আছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে দেখতে যাচ্ছেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতে ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় নেত্রী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করেছেন এমন অভিযোগে জুমার নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। এ সময় মোহাম্মদপুর থানার ওসি বিক্ষোভ কর্মসূচি শেষ করার জন্য মুসল্লিদের পাঁচ মিনিট সময় বেঁধে দেন। পাঁচ মিনিট শেষ হওয়ার পর ওসি মুসল্লিদের বিক্ষোভে বাধা দিলে তাঁর ওপর হামলা চালানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত