Ajker Patrika

স্বাস্থ্য সহকারীদের ১১তম গ্রেডে অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৫: ২৬
স্বাস্থ্য সহকারীদের ১১তম গ্রেডে অন্তর্ভুক্তির দাবি

স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক পদধারী স্বাস্থ্যকর্মীদের নিয়োগবিধি সংশোধন করে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্ৰেড প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতারা। আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তাঁরা। 

লিখিত বক্তব্যে সংগঠনের প্রধান সমন্বয়ক মো. আখিল উদ্দিন বলেন, ‘আমরা সমগ্র বাংলাদেশে ১ লাখ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্রে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থায়ী টিকাদান কেন্দ্র (ইপিআই) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশু ও নারীদের টিকা প্রদান কাজে নিয়োজিত। ১০টি মারাত্মক সংক্রামক রোগ—শিশুদের যক্ষ্মা, পোলিও, ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুস্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগ, হাম, নিউমোকক্কালজনিত নিউমোনিয়া, রুবেলা এবং ১৫-৪৯ বছর বয়সী নারীদের পাঁচ (পাঁচ) ডোজ টিটি/টিডি টিকা প্রদান করি। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রোগ্রামে ভিটামিন এ খাওয়ানো, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, যক্ষ্মা রোগী অনুসন্ধান, ওটস পদ্ধতির মাধ্যমে যক্ষ্মা রোগীদের ওষুধ খাওয়ানো, উঠান বৈঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা প্রদান ও কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করি।’

তিনি আরও বলেন, ‘মাঠ পর্যায়ে কোভিড-১৯-এর টিকাদান ও নারীদের জরায়ু ক্যানসার প্রতিরোধের টিকা আমরাই প্রদান করি। আমাদের টিকাদান কার্যক্রমের সফলতার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার অর্জন করেছে আন্তর্জাতিক পুরস্কার এমডিজি অ্যাওয়ার্ড, ধনুস্টংকার নির্মূল সনদ, পোলিও নির্মূল সনদ এবং সর্বশেষ গ্যাভি কর্তৃক বাংলাদেশ সরকারকে ভ্যাকসিন হিরো পুরস্কার প্রদানসহ আরও অন্যান্য পুরস্কার প্রদান করেন।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘১৯৭৭ সাল থেকে আমাদের সম গ্রেডে চাকরিরতদের সময়ের পরিক্রমায় বেতন, সুযোগ-সুবিধা, গ্রেড বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা পেয়ে এলেও শিশুস্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ করার পরও তৃণমূলের স্বাস্থ্য সহকারীদের ভাগ্যের কোনো পরিবর্তন এখনো হয়নি। তাই আমাদের বেতনবৈষম্য নিরসনের লক্ষ্যে নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান ১৩তম গ্রেড এবং চার বছর মেয়াদি ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং সাপেক্ষে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেড প্রদান করতে হবে। তা ছাড়া স্বাস্থ্য সহকারীদের এমআইএসের মাধ্যমে নীড় পাতায় অন্তর্ভুক্ত করতে হবে।’ 

দাবি আদায় না হলে আন্দোলনের ঘোষণা দিয়ে আখিল উদ্দিন বলেন, ‘দাবি আদায় না হলে আগামী ১ জানুয়ারি থেকে ইপিআই সম্প্রসারিত টিকাদান কার্যক্রম বর্জনসহ অন্য সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি সরকারিভাবে প্রজ্ঞাপন না হবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’ 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মোজাম্মেল হক, সমন্বয়ক মো. ওয়াসি উদ্দিন রানা, এ কে এম মাইনুদ্দিন খোকন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত