সালাম মূর্শেদীর বাড়ির রুল শুনানি আগামী রোববার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ০৮
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ২৮

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আব্দুস সালাম মূর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ির বিষয়ে রুল শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এদিন ধার্য করেন। 

শুনানিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘রাজউক ও দুদকের দাখিল করা প্রতিবেদনে প্রমাণিত হয়েছে গুলশানে সালাম মূর্শেদী যে বাড়িতে বাস করছেন, সেটা রাষ্ট্রের সম্পত্তি। এই বাড়িতে তিনি একমুহূর্তও থাকতে পারেন না।’ 

এ সময় হাইকোর্ট বলেছেন, ‘দেশের সম্পত্তি মানে আপনার-আমার সবারই সম্পত্তি। এটি রক্ষার দায়িত্ব সকলেরই।’

রাজধানীর গুলশানে সালাম মূর্শেদীর বিরুদ্ধে পরিত্যক্ত বাড়ি দখলের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে তা অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। পরে গুলশানের ওই বাড়ি নিয়ে দুই রকম তথ্য দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। 

পরবর্তীকালে সরকারের দুই সংস্থার দুই ধরনের তথ্য আসায় দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। অনুসন্ধান শেষে দুদক প্রতিবেদন জমা দেয়। 

৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদন উপস্থাপন করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘সালাম মূর্শেদী বাড়িকে কেন্দ্র করে জাল-জালিয়াতির ঘটনা ঘটেছে। এই বাড়ি নিয়ে মামলা হয়েছে। তদন্তে জানা যাবে কার কতটুকু দায় আছে।’ 

আদেশের পর রিটকারীর আইনজীবী অনীক আর হক বলেন, ‘সালাম মূর্শেদী নিজেই গণপূর্ত সচিবকে চিঠি দিয়ে বলেছেন এটি পরিত্যক্ত সম্পত্তি। আর সেটি অবমুক্ত করার জন্য তিনি নিজেই আবেদন করেছেন। এখন আর সন্দেহের অবকাশ নেই এই বাড়িটি সালাম মূর্শেদী অবৈধভাবে দখল করে রেখেছেন। আগামী রোববার রুল শুনানির জন্য রাখা হয়েছে।’ 

রিটকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘সম্পত্তি রাষ্ট্রের। দেখাশোনার দায়িত্ব গণপূর্তের। ৩০০ কোটি টাকার বাড়ি। গণপূর্ত, রাজউক ও দুদক বলেছে সালাম মূর্শেদী অবৈধভাবে এই বাড়িতে বসবাস করছে। দুদক রাজউকের সাবেক দুজন চেয়ারম্যানের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করেছে। এটা দিবালোকের মতো পরিষ্কার, একজন সংসদ সদস্য দখলদার হিসেবে বসবাস করছেন। আগে এটি উদ্ধারের জন্য পদক্ষেপ নিতে হবে। সালাম মূর্শেদীর কাছে আমার অনুরোধ, যদি আপনি বোঝেন এটা আপনার না–তাহলে সম্মান থাকতে আস্তে আস্তে ছেড়ে দেন।’ দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত