বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানী ঢাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকাসহ বড় একটি এলাকার বাসাবাড়িতে গ্যাসের চাপ না থাকায় চুলা জ্বলছে না। এসব এলাকার সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ না থাকায় ব্যক্তিগত যানবাহন, সিএনজিসহ গণপরিবহনে গ্যাস পাচ্ছে না। এতে ভীষণ বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
কবে নাগাদ এই সংকট দূর হতে পারে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আনোয়ারা ফৌজদারহাট ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত হয়েছে, সেটা দিয়ে গ্যাস সরবরাহ হচ্ছে। সামিটের এলএনজি টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু হলে পুরো সংকট কেটে যাবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সংকট আজ (রোববার) থেকে অনেকটাই কেটে যাবে।’
দেশে গ্যাস সরবরাহ হচ্ছিল দৈনিক ৩১০ কোটি ঘনফুট। এর মধ্যে সাগরে ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল। ঘূর্ণিঝড় রিমালের কারণে গত ২৭ মে ক্ষতিগ্রস্ত হয় সামিটের এলএনজি টার্মিনাল, এতে ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। এরপর গত বুধবার মহেশখালী, আনোয়ারা, ফৌজদারহাট পাইপলাইন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়ির কারণে কেটে যায়, এতে অবশিষ্ট টার্মিনাল দিয়ে সরবরাহ করা ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
গত শনিবার আনোয়ারা ফৌজদারহাট পাইপলাইন মেরামতের কাজ শেষ হয় এবং ওই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হয়। এর পরও কমেনি গ্যাসের সংকট।
এদিকে সামিটের টার্মিনালটি সিঙ্গাপুর থেকে মেরামত শেষে মহেশখালীতে এসেছে। তবে এই টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহ করতে আরও ১৪-১৫ দিন লাগবে। এর আগে গ্যাসের সংকট পুরোটা কাটবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, বাণিজ্যিক ও আবাসিকে স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছেন না গ্রাহকেরা। সবখানেই গ্যাসের সংকট বেড়ে চলেছে। সংশ্লিষ্টদের হিসাব বলছে, দেশে এখন প্রতিদিন ৪০০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ২৫০ কোটি ঘনফুট গ্যাস। ফলে প্রতিদিন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি ঘনফুট।
রাজধানীতে সিএনজি স্টেশনের বাইরেও লম্বা লাইন দেখা যায়। শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আবার গৃহস্থালি কাজে গ্যাসের চাপ কম থাকায় বিপাকে পড়েছেন গৃহিণীরা। ঢাকার বেশির ভাগ এলাকায় সকাল ৯টার পর গ্যাস থাকছে না।
রাজধানী ঢাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকাসহ বড় একটি এলাকার বাসাবাড়িতে গ্যাসের চাপ না থাকায় চুলা জ্বলছে না। এসব এলাকার সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ না থাকায় ব্যক্তিগত যানবাহন, সিএনজিসহ গণপরিবহনে গ্যাস পাচ্ছে না। এতে ভীষণ বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
কবে নাগাদ এই সংকট দূর হতে পারে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আনোয়ারা ফৌজদারহাট ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত হয়েছে, সেটা দিয়ে গ্যাস সরবরাহ হচ্ছে। সামিটের এলএনজি টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু হলে পুরো সংকট কেটে যাবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সংকট আজ (রোববার) থেকে অনেকটাই কেটে যাবে।’
দেশে গ্যাস সরবরাহ হচ্ছিল দৈনিক ৩১০ কোটি ঘনফুট। এর মধ্যে সাগরে ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল। ঘূর্ণিঝড় রিমালের কারণে গত ২৭ মে ক্ষতিগ্রস্ত হয় সামিটের এলএনজি টার্মিনাল, এতে ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। এরপর গত বুধবার মহেশখালী, আনোয়ারা, ফৌজদারহাট পাইপলাইন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়ির কারণে কেটে যায়, এতে অবশিষ্ট টার্মিনাল দিয়ে সরবরাহ করা ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
গত শনিবার আনোয়ারা ফৌজদারহাট পাইপলাইন মেরামতের কাজ শেষ হয় এবং ওই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হয়। এর পরও কমেনি গ্যাসের সংকট।
এদিকে সামিটের টার্মিনালটি সিঙ্গাপুর থেকে মেরামত শেষে মহেশখালীতে এসেছে। তবে এই টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহ করতে আরও ১৪-১৫ দিন লাগবে। এর আগে গ্যাসের সংকট পুরোটা কাটবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, বাণিজ্যিক ও আবাসিকে স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছেন না গ্রাহকেরা। সবখানেই গ্যাসের সংকট বেড়ে চলেছে। সংশ্লিষ্টদের হিসাব বলছে, দেশে এখন প্রতিদিন ৪০০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ২৫০ কোটি ঘনফুট গ্যাস। ফলে প্রতিদিন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি ঘনফুট।
রাজধানীতে সিএনজি স্টেশনের বাইরেও লম্বা লাইন দেখা যায়। শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আবার গৃহস্থালি কাজে গ্যাসের চাপ কম থাকায় বিপাকে পড়েছেন গৃহিণীরা। ঢাকার বেশির ভাগ এলাকায় সকাল ৯টার পর গ্যাস থাকছে না।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৭ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৭ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৭ ঘণ্টা আগে