Ajker Patrika

রাজধানীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ৪

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
সাড়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ জনের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
সাড়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ জনের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা থেকে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার ও উত্তরার জসিমউদ্দিন এলাকায় গতকাল রোববার দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শুভ মণ্ডল (৩০), কায়েস রানা (৫৪), সজিবুল হোসেন শুভ (৩৪) ও রোহিঙ্গা নাগরিক মো. আইয়াস (২০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একটি এসি স্লিপার বাস ও টয়োটা এক্সিও প্রাইভেটকার জব্দ করা হয়।

আইয়াস কক্সবাজারের উখিয়ার ব্লক-৩ এর ট্যাংখালি রোহিঙ্গা ক্যাম্পের রুহুল আমিনের ছেলে, শুভ মণ্ডল নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার রঘুনাথপুরের শ্রীপদ মণ্ডলের ছেলে ও বাসটির সুপারভাইজার, প্রাইভেটকারের মালিক কায়েস রানা গাজীপুরের জয়দেবপুরের সালনা এলাকার মৃত সাদেক হোসেনের ছেলে এবং সজিবুল হোসেন শুভ ফরিদপুরের মধুখালী উপজেলার রানাকান্তপুর গ্রামের রওয়ান আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার উত্তর পার্শ্বে কক্সবাজার-ঢাকা রুটে চলাচল করা সেন্টমার্টিন পরিবহনের গাড়ির চেসিসের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে রোহিঙ্গা নাগরিক আইয়াস ও বাসের সুপারভাইজার শুভ মণ্ডলকে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়।’

খোরশিদ আলম আরও বলেন, ‘পরে আইয়াসের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসিমউদ্দিনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারে থাকা কায়েস রানা ও সজিবুলের দেহ তল্লাশি চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার ও মাদক পরিবহনে প্রাইভেটকারটি জব্দ করা হয়।’

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আব্দুল আল মামুন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন খোরশিদ আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত