Ajker Patrika

১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩: ১৫
কার্তুজ উদ্ধারের সময় গ্রেপ্তার জুয়েল মিয়া রাসেল। ছবি: আজকের পত্রিকা
কার্তুজ উদ্ধারের সময় গ্রেপ্তার জুয়েল মিয়া রাসেল। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাতের এই অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।

গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল মিয়া রাসেল (২৫)। তিনি রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে।

ওসি মো. আদিল মাহমুদ জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির মূল গেটের সামনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ব্যক্তির ব্যাগ থেকে ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) ইকরাম উজ্জামন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল রানার সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি আদিল মাহমুদ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত