অনলাইন ডেস্ক
সাইবার নিরাপত্তা আইনে করা মামলা থেকে আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাঁকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করা হয়।
গত ১৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল করিম তাঁকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
২০২৩ সালের ১৫ নভেম্বর আদম তমিজীর বিরুদ্ধে মামলা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান নাঈম। রাজধানীর দক্ষিণখান থানায় সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়, আদম তমিজী হক তাঁর ফেসবুক ব্যবহার করে শৃঙ্খলা পরিপন্থী কাজ, মিথ্যা ও আক্রমণাত্মক তথ্য-উপাত্ত প্রচার করেন। তিনি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ বর্তমান সরকারবিরোধী বিভিন্ন ধরনের অবমাননাকর, আপত্তিজনক, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য প্রচার করেন।
এজাহারে আরও বলা হয়, তাঁর এসব বক্তব্যে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। তিনি তাঁর অজ্ঞাতপরিচয় পলাতক সহযোগীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, অখণ্ডতা, সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আসামিরা সংঘবদ্ধ সরকারবিরোধী ফেসবুক অ্যাকটিভিস্ট। তাঁদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। তাঁদের এসব নেতিবাচক কার্যকলাপে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাঁরা বর্তমান সরকারকে উৎখাত করতে সুগভীর পরিকল্পনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব আপত্তিকর ভিডিও ও বক্তব্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেন। যাতে শান্তিপ্রিয় জনগণ সংক্ষুব্ধ হয়।
মামলার পর গত বছর ৯ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আদম তমিজী হককে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় ১১ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় পাঁচ মাস কারা ভোগ করার পর তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
উল্লেখ্য, আদম তমিজী হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। এরপর তিনি আলোচনায় আসেন।
সাইবার নিরাপত্তা আইনে করা মামলা থেকে আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাঁকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করা হয়।
গত ১৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল করিম তাঁকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
২০২৩ সালের ১৫ নভেম্বর আদম তমিজীর বিরুদ্ধে মামলা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান নাঈম। রাজধানীর দক্ষিণখান থানায় সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়, আদম তমিজী হক তাঁর ফেসবুক ব্যবহার করে শৃঙ্খলা পরিপন্থী কাজ, মিথ্যা ও আক্রমণাত্মক তথ্য-উপাত্ত প্রচার করেন। তিনি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ বর্তমান সরকারবিরোধী বিভিন্ন ধরনের অবমাননাকর, আপত্তিজনক, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য প্রচার করেন।
এজাহারে আরও বলা হয়, তাঁর এসব বক্তব্যে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। তিনি তাঁর অজ্ঞাতপরিচয় পলাতক সহযোগীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, অখণ্ডতা, সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আসামিরা সংঘবদ্ধ সরকারবিরোধী ফেসবুক অ্যাকটিভিস্ট। তাঁদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। তাঁদের এসব নেতিবাচক কার্যকলাপে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাঁরা বর্তমান সরকারকে উৎখাত করতে সুগভীর পরিকল্পনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব আপত্তিকর ভিডিও ও বক্তব্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেন। যাতে শান্তিপ্রিয় জনগণ সংক্ষুব্ধ হয়।
মামলার পর গত বছর ৯ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আদম তমিজী হককে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় ১১ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় পাঁচ মাস কারা ভোগ করার পর তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
উল্লেখ্য, আদম তমিজী হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। এরপর তিনি আলোচনায় আসেন।
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় উল্টো পথে আসা নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি না দেখায় বেসরকারি কুরিয়ার সার্ভিস পাঠাওয়ের চালক-সহকারীকে আটক ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা হলেন গাড়িচালক মিলন ও সহকারী সাকিব। অভিযুক্ত ওসির নাম মোহসীন উদ্দিন। গতকাল মঙ্গলবার রাত ২টার পর এ ঘটনা
২ মিনিট আগেদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ বছরের শেষদিকে পঞ্চম শ্রেণিতে ও আগামী বছর থেকে তৃতীয় শ্রেণিতে মেধাবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪ মিনিট আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে পোশাকশিল্পে শোক দিবস ঘোষণা, স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করেছেন হতাহত শ্রমিক–স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা। আজ বুধবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে রানা প্লাজার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত
১৫ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) হত্যার ১৮ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর, বদরগঞ্জ, বিএনপি, গ্রেপ্তার
৩৫ মিনিট আগে