গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭ 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৩: ৩৫
Thumbnail image

গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় কুদ্দুস খান (৪৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ১৭ জনের মৃত্যু হলো।

আজ শনিবার সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘কুদ্দুস খানের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৭ জন মারা গেল।’ 

মৃত কুদ্দুস খানের ছেলে মো. নাজিম খান আজকের পত্রিকাকে জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায়। তার বাবা-মা কালিয়াকৈর তেলিরচালা এলাকায় থাকতেন। তাঁর বাবা কুদ্দুস কোনাবাড়ি পেপসি কোম্পানীতে দিনমজুরের কাজ করতেন। ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। এরপরই এই দুর্ঘটনার শিকার হন। 

উল্লেখ্য, গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে আসে। এরমধ্যে বেশ কয়েকজন চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত