Ajker Patrika

শ্রমিক অবরোধে শ্রীপুরে যাত্রী ভোগান্তির শঙ্কা

  • উপজেলায় ছোটবড় মিলিয়ে সাড়ে ৪০০ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।
  • বেতন-ভাতা পরিশোধ না করায় সড়ক অবরোধের ঘটনা ঘটার শঙ্কা।
রাতুল মণ্ডল, শ্রীপুর
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮: ৩৮
ফাইল ছবি
ফাইল ছবি

মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের ১৩ কিলোমিটার সড়কে কয়েকটি পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন দাবিতে এসব এলাকার কারখানাগুলোর শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া মহাসড়কের কয়েকটি পয়েন্টে সড়ক দখল করে বাজার বসার কারণে যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে খোঁজখবর নিয়ে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছোটবড় মিলিয়ে সাড়ে ৪০০ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। ঈদকে সামনে রেখে সঠিক সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করাসহ বিভিন্ন কারণে দাবি আদায়ে শ্রমিকেরা মহাসড়কে চলে আসেন। এ জন্য যানজটের প্রধান কারণ হিসেবে এসব শ্রমিকদের বিষয়টি মাথায় রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার মাধখলা থেকে জৈনাবাজার পর্যন্ত মহাসড়ক দখল করে বসে কয়েকটি বাজার। বিশেষ করে গড়গড়িয়া মাস্টারবাড়ি, মাওনা চৌরাস্তা, এমসি, নয়নপুর ও জৈনাবাজার বসে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এক লেন দখল করে। ঈদকে সামনে রেখে এ সব অবৈধ বাজার উচ্ছেদ না করলে মহাসড়কে যানজটের আশঙ্কা রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজটের আরেকটি কারণ হলো, ব্যাটারিচালিত অটোরিকশা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ১৩ কিলোমিটারে দূরপাল্লার পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে চলাচল করে কয়েক হাজার অটোরিকশা।

এ দিকে জানা গেছে, গতকাল বুধবার পর্যন্ত কয়েকটি কারখানার শ্রমিকদের চলতি মাসের বেতন বোনাস পরিশোধ করা হয়নি। ১২টি কারখানা শেষ কর্মদিবসেও বেতনভাতা পরিশোধ করতে পারবে না বলে শঙ্কা রয়েছে। তবে কারখানাগুলোর নাম জানা যায়নি। এ সকল কারখানার শ্রমিকেরা রাস্তা এসে বিক্ষোভ করার শঙ্কা রয়েছে।

এ সব বিষয়ে জানতে চাইলে, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল সম্প্রতি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশঙ্কা করছি, কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করতে পারে।’ পোশাক কারখানার শ্রমিক ছাড়া তেমন কোনো যানজটের আশঙ্কা নেই বলেও জানান তিনি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব বলেন, ইতিমধ্যে মহাসড়কের ওপর বাজার না বসার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। হাইওয়ে পুলিশের পক্ষে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য পুলিশ কাজ করবে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার কে এম জহিরুল ইসলাম গতকাল বলেন, ‘শ্রীপুরে বেশ কয়েকটি কারখানার বেতনভাতা পরিশোধ করতে পারেনি। আমরা আশঙ্কা করছি শেষ কর্মদিবস ২৯ মার্চ। শেষ কর্মদিবসেও শ্রীপুরের ১২টি কারখানা শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করতে পারবে না। এজন্য মহাসড়কে যানজটের শঙ্কা রয়েছে।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ইতিমধ্যে শিল্প কারখানার কর্তৃপক্ষের সঙ্গে বেতন-ভাতা সময়মতো পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কের ওপরে থাকা অবৈধ বাজার উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত