রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ। বিদেশি শিক্ষার্থীর আসনে দেশি শিক্ষার্থী ভর্তি, কেন্দ্রীয় মেধা তালিকায় নেই এমন শিক্ষার্থী নাম নিবন্ধনের জন্য প্রেরণ, নিরাপত্তা তহবিলের টাকা তুলে নেওয়া, সাবেক অধ্যক্ষের সাক্ষর জালিয়াতিসহ নানা অভিযোগ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
বেসরকারি মেডিকেল কলেজে নীতিমালা অনুযায়ী শিক্ষক, অবকাঠামো ও অন্যান্য সুবিধাদি না থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলেজ পরিদর্শক দপ্তর সুনির্দিষ্টভাবে ১৩টি বিষয়ে জানতে চায় প্রতিষ্ঠানটির কাছে।
এরই পরিপ্রেক্ষিতে গত ২২ অক্টোবর ‘সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে নিয়মের তোয়াক্কা নেই’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উথাপিত অনিয়ম তদন্ত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুবরকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি গত ২৭ এ ডিসেম্বর সরেজমিনে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এ তদন্তকাজ পরিচালনা করেন। অভিযোগ উঠেছে ২ মাস আগে তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে আসলেও রহস্যজনক কারণে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।
প্রতিষ্ঠানটিতে কর্মরত কয়েকজন চিকিৎসক ও শিক্ষার্থী নাম না প্রকাশ করার শর্তে বলেন, প্রতিষ্ঠানটির মালিক পক্ষ তদন্তকারী কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার করে তদন্তকাজ বিলম্বিত করছে। তারা আশঙ্কা করছেন তদন্ত প্রতিবেদন কখনোই আলোর মুখ দেখবে না।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্যসচিব ডা. উপল কায়সার বলেন, ‘তদন্ত প্রতিবেদনে কিছু সীমাবদ্ধতা থাকায় সেটি কর্তৃপক্ষ গ্রহণ করেনি। পরিপূর্ণ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে এমবিবিএস ও বিডিএস পরীক্ষার কারণে ব্যস্ত থাকতে হয়েছে। বর্তমানে সংশোধিত খসড়া তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়ার কাছে জমা দেওয়া হয়েছে। তিনি অনুমোদন করলে তবেই জমা দেওয়া হবে।’
রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ। বিদেশি শিক্ষার্থীর আসনে দেশি শিক্ষার্থী ভর্তি, কেন্দ্রীয় মেধা তালিকায় নেই এমন শিক্ষার্থী নাম নিবন্ধনের জন্য প্রেরণ, নিরাপত্তা তহবিলের টাকা তুলে নেওয়া, সাবেক অধ্যক্ষের সাক্ষর জালিয়াতিসহ নানা অভিযোগ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
বেসরকারি মেডিকেল কলেজে নীতিমালা অনুযায়ী শিক্ষক, অবকাঠামো ও অন্যান্য সুবিধাদি না থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলেজ পরিদর্শক দপ্তর সুনির্দিষ্টভাবে ১৩টি বিষয়ে জানতে চায় প্রতিষ্ঠানটির কাছে।
এরই পরিপ্রেক্ষিতে গত ২২ অক্টোবর ‘সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে নিয়মের তোয়াক্কা নেই’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উথাপিত অনিয়ম তদন্ত করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুবরকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি গত ২৭ এ ডিসেম্বর সরেজমিনে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এ তদন্তকাজ পরিচালনা করেন। অভিযোগ উঠেছে ২ মাস আগে তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে আসলেও রহস্যজনক কারণে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।
প্রতিষ্ঠানটিতে কর্মরত কয়েকজন চিকিৎসক ও শিক্ষার্থী নাম না প্রকাশ করার শর্তে বলেন, প্রতিষ্ঠানটির মালিক পক্ষ তদন্তকারী কর্মকর্তাদের ওপর প্রভাব বিস্তার করে তদন্তকাজ বিলম্বিত করছে। তারা আশঙ্কা করছেন তদন্ত প্রতিবেদন কখনোই আলোর মুখ দেখবে না।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্যসচিব ডা. উপল কায়সার বলেন, ‘তদন্ত প্রতিবেদনে কিছু সীমাবদ্ধতা থাকায় সেটি কর্তৃপক্ষ গ্রহণ করেনি। পরিপূর্ণ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে এমবিবিএস ও বিডিএস পরীক্ষার কারণে ব্যস্ত থাকতে হয়েছে। বর্তমানে সংশোধিত খসড়া তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়ার কাছে জমা দেওয়া হয়েছে। তিনি অনুমোদন করলে তবেই জমা দেওয়া হবে।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৪ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৪ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৪ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৫ ঘণ্টা আগে