চির-ছুটি পেলেন নয়ন, মরদেহ যাচ্ছে রংপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭: ৪৩
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮: ২৩
মোঃ সোহানুর জামান নয়ন। ছবি: সংগৃহীত

সকালেই ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের। সমস্ত প্রস্তুতি শেষ। ব্যাগও গুছিয়ে রেখেছেন। কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুনের খবরে ডাক পড়ে তাঁর। সব ফেলে ছুটে যান আগুন নেভাতে। কিন্তু সচিবালয়ের আগুন নেভার আগেই নিভে যায় নয়নের জীবন প্রদীপ।

গত বুধবার শেষ রাতে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় মারা যান ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন। তিনি ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তাঁর বাবার নাম আক্তারুজ্জামান।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটি গিয়েছিলেন স্পেশাল ইউনিটের এই সদস্য। যুক্ত হয়েছিলেন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তার উল্টো পাশে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেয়া হলেও বাঁচানো যায়নি সোয়ানুরকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তাকে।

সহকর্মীরা জানান, বৃহস্পতিবার সকালেই ছুটিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলেন। কিন্তু মাঝরাতে ডাক পড়ায় ঘুম থেকে উঠেই যোগ দিয়েছিলেন পেশাগত দায়িত্ব পালনে। সেখানে প্রাণ হারিয়ে এখন বাড়ি ফিরছে তার নিথর দেহ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে সোয়ানুরের মরদেহ ময়নাতদন্ত হয়। এরপর ফায়ার সার্ভিস সদর দপ্তর প্রাঙ্গণে হয় জানাজার।

জানাজার সময় পুরো সদর দপ্তরের প্রাঙ্গণে ছিল শোকের ছায়া। দেশের পতাকায় মোড়ানো ফায়ার ফাইটার নয়নের মরদেহ যখন সেখানে রাখা হয়, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ফায়ার সার্ভিসের মাঠ পর্যায়ের কর্মীদের সবার চোখ তখন অশ্রুসিক্ত। জানাজার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ফায়ার সার্ভিসে সদর দপ্তরে উপস্থিত হয়ে ফায়ার ফাইটার নয়নকে শ্রদ্ধা জানান।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ছিলেন একজন দক্ষ কর্মী। দক্ষ কর্মীর সুবাদে তাকে সম্প্রতি সিলেট থেকে নিয়ে এসে রাজধানীর তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়। কর্ম দক্ষতার কারণে দুই বছরে স্থান করে নিয়েছেন ফায়ার সার্ভিস স্পেশাল টিমে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নয়নের বয়স খুবই কম ছিল। সে মাত্র দুই বছর ধরে ফায়ার সার্ভিসে চাকরি করছিল। কর্তব্যরত অবস্থায় সে মারা যায়, তার মা বাবার যে কী অবস্থা সেটা আমরা সবাই বুঝতে পারছি। সে তার বাবা-মার একমাত্র ছেলে।

এই ফায়ার ফাইটারের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ভেঙে পড়েছেন সোয়ানুরের মা। ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে বাড়ির আশপাশ।  

অন্যদিকে সোয়ানুর জামান নয়নকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকচালককে আটক করেছে সাধারণ জনতা। গতকাল বুধবার রাত ৩টা ১৫ মিনিটের দিকে বেপরোয়া গতিতে চালানো ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে পালানোর সময় গণপূর্ত ভবনের সামনে থেকে তাঁকে আটক করে।

উত্তেজিত জনতারা বলেন, ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালানোর চেষ্টায় চালক ট্রাকের গতি বাড়িয়ে দেন। দ্রুতগতির ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালিয়ে যাওয়ার সময় সচিবালয়ে আগুন দেখতে আসা শিক্ষার্থীরা সামনে ব্যারিকেড দেন। বাধ্য হয়ে ট্রাক থামিয়ে চালককে নামানো হয় এবং মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সবাই চালককে মারধর করতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত