পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
করোনা সংক্রমণ রোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকা দিচ্ছেন স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা। চলতি মাসে করোনা টিকার প্রথম ডোজ শেষ করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সে জন্য টিকা নেওয়ার শর্ত শিথিল করে প্রত্যন্ত এলাকার মানুষকে প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনতে কাছ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলতি মাসে শেষ হবে। এ জন্য মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে উপজেলার সবকটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে তিনটি করে দল কাজ করছে। ১২ বছরের বেশি যারা এখন পর্যন্ত প্রথম ডোজ নেননি, তাদের টিকা দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে নিবন্ধন কিংবা এসএমএস বিবেচনা করা হচ্ছে না। যারা নিবন্ধন করেননি বা এসএমএস পাননি কিংবা কোনো কিছুই করেননি তাদেরও টিকা দেওয়া হচ্ছে।
পুরো উপজেলার দুই লাখ সাত হাজার মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল। সেখানে এখন পর্যন্ত এক লাখ ৫৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ নিশ্চিত করার কথা থাকলেও সেখানে শতকরা হার রয়েছে ৫১। কাজেই আগামী কয়েক দিনে লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা।
হাসান ফারুক নামের একজন স্বাস্থ্যকর্মী বলেন, ‘আজ চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের ৫০ জনকে করোনার প্রথম ডোজ টিকা দিয়েছি। এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত আরও দুটি দল রয়েছে। তারাও একই দিনে অন্য গ্রামে টিকাদান কার্যক্রম করেছে। এটি অব্যাহত থাকবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রেজাউল কবির কাওসার বলেন, করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে বিনামূল্যে টিকা কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। চলতি মাসে প্রথম ডোজ দেওয়া শেষ হবে। তাই উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে যারা প্রথম ডোজের টিকা নেননি তাদের টিকা দেওয়া হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি গণ টিকা কার্যক্রমের মাধ্যমে শেষ হবে প্রথম ডোজ কার্যক্রম।’
এ সময় সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা।
করোনা সংক্রমণ রোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকা দিচ্ছেন স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা। চলতি মাসে করোনা টিকার প্রথম ডোজ শেষ করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সে জন্য টিকা নেওয়ার শর্ত শিথিল করে প্রত্যন্ত এলাকার মানুষকে প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনতে কাছ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলতি মাসে শেষ হবে। এ জন্য মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে উপজেলার সবকটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে তিনটি করে দল কাজ করছে। ১২ বছরের বেশি যারা এখন পর্যন্ত প্রথম ডোজ নেননি, তাদের টিকা দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে নিবন্ধন কিংবা এসএমএস বিবেচনা করা হচ্ছে না। যারা নিবন্ধন করেননি বা এসএমএস পাননি কিংবা কোনো কিছুই করেননি তাদেরও টিকা দেওয়া হচ্ছে।
পুরো উপজেলার দুই লাখ সাত হাজার মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল। সেখানে এখন পর্যন্ত এক লাখ ৫৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ নিশ্চিত করার কথা থাকলেও সেখানে শতকরা হার রয়েছে ৫১। কাজেই আগামী কয়েক দিনে লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা।
হাসান ফারুক নামের একজন স্বাস্থ্যকর্মী বলেন, ‘আজ চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের ৫০ জনকে করোনার প্রথম ডোজ টিকা দিয়েছি। এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত আরও দুটি দল রয়েছে। তারাও একই দিনে অন্য গ্রামে টিকাদান কার্যক্রম করেছে। এটি অব্যাহত থাকবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রেজাউল কবির কাওসার বলেন, করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে বিনামূল্যে টিকা কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। চলতি মাসে প্রথম ডোজ দেওয়া শেষ হবে। তাই উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে যারা প্রথম ডোজের টিকা নেননি তাদের টিকা দেওয়া হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি গণ টিকা কার্যক্রমের মাধ্যমে শেষ হবে প্রথম ডোজ কার্যক্রম।’
এ সময় সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে