Ajker Patrika

চার্জার ফ্যানের আগুনে একই পরিবারে ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৩, ১৬: ১৭
চার্জার ফ্যানের আগুনে একই পরিবারে ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কাশিপুর শেখবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টায় আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতেরা হলেন—মো. আব্দুস সালাম মন্ডল (৫০), বুলবুলি (৪০), সোনিয়া (২৭), পুতুল (২৫), মেহেজাবিন (৭)।

আহতদের নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সোহাগ বলেন, ‘সারা রাত বিদ্যুতের সংযোগ থাকা চার্জার ফ্যানে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মশারির সঙ্গে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হন একই পরিবারের পাঁচজন। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে বার্ন ইউনিটে নিয়ে আসি। ডাক্তার বললেন, সবার অবস্থাই গুরুতর।’

আব্দুস সালাম মন্ডলে শরীর ৫০, বুলবুলির ২০, সোনিয়ার ৪০, পুতুলের ২০ ও মেহেজাবিনের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানায় হাসপাতাল সূত্র।
 
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, একই পরিবারের দগ্ধ হওয়া পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন বলেন, আহতেরা সবাই একই ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে ফ্যান বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহে ফ্যান গরম হয়ে আগুন ধরে যায়। সেখান থেকে বিছানায় আগুন লেগে গেলে দগ্ধ হন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত