Ajker Patrika

মানিকগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল এলজিইডির প্রকৌশলীর

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল এলজিইডির প্রকৌশলীর

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার আরোহী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে পৌর শহরের এলজিইডি জেলা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. আব্দুল মজিদ শিবালয় উপজেলার কাতরাশিন গামের মৃত হাশেম আলীর ছেলে। তিনি ঘিওর উপজেলা পরিষদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তিনি বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় তার শহরের বাড়িতে ফিরছিলেন। জেলা এলজিইডি কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত