কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের অভিযানের সময় সিএনজিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের দাবি, পুলিশের নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, অভিযানের সময় পালাতে গিয়ে স্ট্রোকে তিনি মারা যান। গতকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইয়াসিন মিয়া (৪০)। স্ত্রী-সন্তান নিয়ে কয়েক বছর ধরে ফেকামারা গ্রামে বাস করছিলেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পরিবারের সদস্যরা জানান, ইয়াসিন মিয়া সোমবার সন্ধ্যায় লিটন মিয়া নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে যান। সে সময় পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় ওই বাড়িতে থাকা ইয়াসিন দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ধরা পড়ে যান। পরিবারের দাবি, পুলিশ তাঁকে ধরে ঘটনাস্থলেই মারধর করে, এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।
ইয়াসিনের স্ত্রী আমেন খাতুন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি, আমার স্বামী পুলিশের হাতে ধরা পড়ার পর নিজেকে সিএনজিচালক পরিচয় দেন। কিন্তু পুলিশ কোনো কথা না শুনে সবার সামনে মারধর শুরু করে। পুলিশের মারধরের কারণে আমার স্বামীর মৃত্যু হয়।’
লিটন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওই বাড়িতে ইয়াসিন কেন যেতে পারেন—এমন প্রশ্নে আমেনা খাতুন বলেন, ‘লিটনের বাড়ি ফেকামারা গ্রামে। আমরাও ফেকামারা গ্রামে থাকি। হয়তো আগে থেকে পরিচিত ছিলেন। তবে কেন ওই বাড়িতে গেছে, কারণ জানা নেই।’
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পাই যে মাদক ব্যবসায়ী লিটনের বাড়িতে মাদকের একটি বড় চালান রয়েছে। অভিযানের সময় পুলিশ দেখে পালাতে গিয়ে ইয়াসিন অচেতন হয়ে মাটিতে পড়ে যান এবং পরে হাসপাতালে মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, তাঁর স্ট্রোক হয়েছিল। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
ওসি আরও জানান, এসআই কামাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই নাহিদ, এএসআই মস্তুফা ও কনস্টেবল আশরাফুলও ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, ‘ঘটনাটি তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। অভিযানের সময় কোনো মাদক উদ্ধার করা যায়নি।’
এদিকে অভিযানের পর থেকে লিটনের বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন। এ কারণে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঈসা খাঁন বলেন, ‘হাসপাতালে মৃত অবস্থায় ইয়াসিনকে আনা হয়। তাঁর শরীরে আঘাতের তেমন কোনো মেজর চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর পর স্কিনের কালার চেঞ্জ হলে যেমন হয়, তেমন পাওয়া গেছে। এখন এগুলো আঘাতের জন্য হয়েছে, নাকি অন্য কোনো কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর বলা যাবে।’
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম বলেন, ‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।’
ওসি তরিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের অভিযানের সময় সিএনজিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের দাবি, পুলিশের নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, অভিযানের সময় পালাতে গিয়ে স্ট্রোকে তিনি মারা যান। গতকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইয়াসিন মিয়া (৪০)। স্ত্রী-সন্তান নিয়ে কয়েক বছর ধরে ফেকামারা গ্রামে বাস করছিলেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পরিবারের সদস্যরা জানান, ইয়াসিন মিয়া সোমবার সন্ধ্যায় লিটন মিয়া নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে যান। সে সময় পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় ওই বাড়িতে থাকা ইয়াসিন দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ধরা পড়ে যান। পরিবারের দাবি, পুলিশ তাঁকে ধরে ঘটনাস্থলেই মারধর করে, এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।
ইয়াসিনের স্ত্রী আমেন খাতুন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি, আমার স্বামী পুলিশের হাতে ধরা পড়ার পর নিজেকে সিএনজিচালক পরিচয় দেন। কিন্তু পুলিশ কোনো কথা না শুনে সবার সামনে মারধর শুরু করে। পুলিশের মারধরের কারণে আমার স্বামীর মৃত্যু হয়।’
লিটন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওই বাড়িতে ইয়াসিন কেন যেতে পারেন—এমন প্রশ্নে আমেনা খাতুন বলেন, ‘লিটনের বাড়ি ফেকামারা গ্রামে। আমরাও ফেকামারা গ্রামে থাকি। হয়তো আগে থেকে পরিচিত ছিলেন। তবে কেন ওই বাড়িতে গেছে, কারণ জানা নেই।’
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পাই যে মাদক ব্যবসায়ী লিটনের বাড়িতে মাদকের একটি বড় চালান রয়েছে। অভিযানের সময় পুলিশ দেখে পালাতে গিয়ে ইয়াসিন অচেতন হয়ে মাটিতে পড়ে যান এবং পরে হাসপাতালে মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, তাঁর স্ট্রোক হয়েছিল। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
ওসি আরও জানান, এসআই কামাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই নাহিদ, এএসআই মস্তুফা ও কনস্টেবল আশরাফুলও ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, ‘ঘটনাটি তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। অভিযানের সময় কোনো মাদক উদ্ধার করা যায়নি।’
এদিকে অভিযানের পর থেকে লিটনের বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন। এ কারণে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঈসা খাঁন বলেন, ‘হাসপাতালে মৃত অবস্থায় ইয়াসিনকে আনা হয়। তাঁর শরীরে আঘাতের তেমন কোনো মেজর চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর পর স্কিনের কালার চেঞ্জ হলে যেমন হয়, তেমন পাওয়া গেছে। এখন এগুলো আঘাতের জন্য হয়েছে, নাকি অন্য কোনো কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর বলা যাবে।’
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম বলেন, ‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।’
ওসি তরিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টি প্রদানের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা মামলায় এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম আহমেদ চৌধুরীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি জায়গা দখল করে নির্মিত ১২টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকার কুমিল্লা-মিরপুর সড়কের পাশে জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগেদিনাজপুরের নবাবগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত আশিকুল ইসলামের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থান থেকে আশিকুলের লাশ তোলা হয়।
১ ঘণ্টা আগেপুব আকাশে উঁকি দিয়েছে সূর্য। ভোরের আলো ফুটতেই একের পর এক টাটকা সবজি বহনকারী ইঞ্জিনচালিত নৌকা ভিড়তে শুরু করেছে গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীর তীরে। সাড়ে ৪০০ বছরের প্রাচীন বরমী বাজার ঘাট এটি। যেখানে দুই ঘণ্টায় বিক্রি হয় কয়েক লাখ টাকার শাকসবজি।
১ ঘণ্টা আগে