Ajker Patrika

রাজৈরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ, ২ যাত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৪, ১৫: ০৪
রাজৈরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ, ২ যাত্রী নিহত

মাদারীপুরের রাজৈরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার টেকেরহাট-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঁঠালিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ইজিবাইকের যাত্রী মাদারীপুর সদর উপজেলার চরঘুন্সী গ্রামের মৃত নবাব আলী মুন্সীর ছেলে হোসেন আলী মুন্সী (৬০) এবং একই গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬৫)। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৭টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঁঠালিয়া ব্রিজের কাছে জেলা সদরের শ্রীনদীগামী একটি ট্রাক ও অপর দিক থেকে আসা রাজৈরের টেকেরহাটগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রীই ঘটনাস্থলে মারা যান। ইজিবাইকের চালক অক্ষত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত