ঢাবি সংবাদদাতা
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে থেকে তারা এ পদযাত্রা শুরু করেন।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় তাদের। এখানে আধা ঘণ্টার মতো অবস্থান করেন তারা। এখান থেকে চাকরি প্রার্থী এ আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা বরাবর প্রতিনিধি পাঠানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ নিরাপত্তার ইস্যু দেখিয়ে অনুমতি দেয়নি। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম তাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাবেন বলে আশ্বাস দেন। এ আশ্বাসের পর তারা এ পদযাত্রা কর্মসূচি স্থগিত করে।
৪৬ বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ আবদুল কাদের বলেন, আগামীকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সশরীরে আমাদের ৫-৭ জন প্রতিনিধি যাবেন। তারা প্রধান উপদেষ্টার হাতে স্মারকলিপি দেবেন। বাকিরা পিএসসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
আবদুল কাদের জানান, ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে গত কয়েক দিন থেকেই আন্দোলনরত করে আসছেন তারা। আজ মঙ্গলবার সকাল থেকেই পিএসসির সামনে জড়ো হন তারা। পরে দুপরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পিএসসির সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারীরা।
আবদুল কাদের বলেন, ‘পিএসসি থেকে পরীক্ষা পেছানো অসম্ভব বলে জানানো হয়। তারা স্লট ফাঁকা না থাকা, প্রশ্নের গোপনীয়তা নিয়ে আশঙ্কাসহ নানা অজুহাত দেখান। আমাদের এ আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আমরা ফিরে এসে সড়কে অবস্থান করি। পরে রাত ৮টার দিকে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি শুরু করি।’
আন্দোলনকারীদের মধ্য থেকে সানি সরকার বলেন, ‘৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় গত বছরের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। এভাবে এক বছর সময় লাগবে ৪৪ তম বিসিএসের ভাইভা শেষ করতে। এর মধ্যে আগামী ৮ মে ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬-এর লিখিত দেবে। কয়েকটা ব্যাচ একত্রিত হয়ে যাওয়ায় জট তৈরি হচ্ছে। আমরা চাই একটা ব্যাচের কার্যক্রম সম্পন্ন করে আরেকটা শুরু করা হোক। এ জট নিরসন করে তারপর পরীক্ষার আয়োজন করুক।’
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে থেকে তারা এ পদযাত্রা শুরু করেন।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় তাদের। এখানে আধা ঘণ্টার মতো অবস্থান করেন তারা। এখান থেকে চাকরি প্রার্থী এ আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা বরাবর প্রতিনিধি পাঠানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ নিরাপত্তার ইস্যু দেখিয়ে অনুমতি দেয়নি। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম তাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাবেন বলে আশ্বাস দেন। এ আশ্বাসের পর তারা এ পদযাত্রা কর্মসূচি স্থগিত করে।
৪৬ বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ আবদুল কাদের বলেন, আগামীকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সশরীরে আমাদের ৫-৭ জন প্রতিনিধি যাবেন। তারা প্রধান উপদেষ্টার হাতে স্মারকলিপি দেবেন। বাকিরা পিএসসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
আবদুল কাদের জানান, ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে গত কয়েক দিন থেকেই আন্দোলনরত করে আসছেন তারা। আজ মঙ্গলবার সকাল থেকেই পিএসসির সামনে জড়ো হন তারা। পরে দুপরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পিএসসির সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারীরা।
আবদুল কাদের বলেন, ‘পিএসসি থেকে পরীক্ষা পেছানো অসম্ভব বলে জানানো হয়। তারা স্লট ফাঁকা না থাকা, প্রশ্নের গোপনীয়তা নিয়ে আশঙ্কাসহ নানা অজুহাত দেখান। আমাদের এ আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আমরা ফিরে এসে সড়কে অবস্থান করি। পরে রাত ৮টার দিকে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি শুরু করি।’
আন্দোলনকারীদের মধ্য থেকে সানি সরকার বলেন, ‘৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় গত বছরের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। এভাবে এক বছর সময় লাগবে ৪৪ তম বিসিএসের ভাইভা শেষ করতে। এর মধ্যে আগামী ৮ মে ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬-এর লিখিত দেবে। কয়েকটা ব্যাচ একত্রিত হয়ে যাওয়ায় জট তৈরি হচ্ছে। আমরা চাই একটা ব্যাচের কার্যক্রম সম্পন্ন করে আরেকটা শুরু করা হোক। এ জট নিরসন করে তারপর পরীক্ষার আয়োজন করুক।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৫ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৫ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৬ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৬ ঘণ্টা আগে