Ajker Patrika

দুদকের মামলায় মোসাদ্দেক আলী ফালু খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব মোসাদ্দেক আলী ফালুকে ১৭ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং প্রায় ৩৬ কোটি টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।

বিচারক রায়ে বলেন, রাষ্ট্রপক্ষ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তাঁর সম্পদ ক্রোক করা হয়নি। যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন হয়েই থাকে, তাহলে সেটা ক্রোক বা অবরুদ্ধ করা প্রয়োজন ছিল। কাজেই তাঁর বিরুদ্ধে অভিযোগ সত্য বলে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।

এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক সম্পন্ন করা হয়। ৭ জন আদালতে সাক্ষ্য দেন।

২০১৭ সালের ১৫ মে সাবেক সংসদ সদস্য ফালুর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

মামলার বিবরণে বলা হয়, ফালু তাঁর সম্পদ বিবরণীতে ৩৫ কোটি ৮৬ লাখ টাকা সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে, তিনি এই সম্পদের যে উৎস বর্ণনা করেছেন, সেটি ভুয়া। এ ছাড়া তিনি ১৭ কোটি টাকার সম্পদের তথ্য সম্পদ বিবরণীতে গোপন করেছিলেন।

২০১৯ সালের ২৩ জানুয়ারি এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৫ সালের ২৫ অক্টোবর ফালুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর মোসাদ্দেক আলী খালু সৌদি আরবে ১৮৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলা এবং অন্য একটি মামলায় অব্যাহতি পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত