শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে একটি ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের চালক ও ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। শিবচরে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার রশিদ হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩৫) এবং যশোরের কোতয়ালী উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার মো. মিজান মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫)।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাঙ্গিবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চরসংলগ্ন বাখেররকান্দি এলাকায় বিকল হয়ে গেলে ট্রাকের চালক বশির ট্রাকের নিচে গিয়ে ত্রুটি সারাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির মারা যান। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী সুজনও নিহত হন। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। দুটি লাশ ও ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে লাশ হস্তান্তর করা হবে।’
মাদারীপুরের শিবচরে একটি ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের চালক ও ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। শিবচরে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার রশিদ হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩৫) এবং যশোরের কোতয়ালী উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার মো. মিজান মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫)।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাঙ্গিবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চরসংলগ্ন বাখেররকান্দি এলাকায় বিকল হয়ে গেলে ট্রাকের চালক বশির ট্রাকের নিচে গিয়ে ত্রুটি সারাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির মারা যান। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী সুজনও নিহত হন। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। দুটি লাশ ও ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে লাশ হস্তান্তর করা হবে।’
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
১০ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১৪ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৪ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে