দোহার (ঢাকা) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাবেক এমপি সালমান এফ রহমানসহ মোট ৪২৪ জনের বিরুদ্ধে দোহার থানায় মামলা করা হয়েছে। আজ রোববার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার মো. শাহজাহান মাঝি বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য জনসাধারণ উপজেলার লটাখোলা করমআলীর মোড়সহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আন্দোলন করেন। এ সময় মামলার প্রধান আসামি সালমান এফ রহমানের পরোক্ষ হুকুম ও দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের প্রত্যক্ষ নির্দেশে শান্তিপূর্ণ মিছিলে আসামিরা দেশীয় ও আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে মামলার বাদীসহ বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকজন মেয়ে শিক্ষার্থীসহ আন্দোলনে অবস্থানরত সাধারণ নারীদের শ্লীলতাহানি করা হয়। পরে আসামিরা ওই সময় আন্দোলনকারীদের ওপর ৬টি ককটেল নিক্ষেপ করলে অনেকই আহত হয়।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতে ভুক্তভোগী মো. শাহজাহান মাঝি বাদী হয়ে মোট ১৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাবেক এমপি সালমান এফ রহমানসহ মোট ৪২৪ জনের বিরুদ্ধে দোহার থানায় মামলা করা হয়েছে। আজ রোববার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার মো. শাহজাহান মাঝি বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য জনসাধারণ উপজেলার লটাখোলা করমআলীর মোড়সহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আন্দোলন করেন। এ সময় মামলার প্রধান আসামি সালমান এফ রহমানের পরোক্ষ হুকুম ও দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের প্রত্যক্ষ নির্দেশে শান্তিপূর্ণ মিছিলে আসামিরা দেশীয় ও আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে মামলার বাদীসহ বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকজন মেয়ে শিক্ষার্থীসহ আন্দোলনে অবস্থানরত সাধারণ নারীদের শ্লীলতাহানি করা হয়। পরে আসামিরা ওই সময় আন্দোলনকারীদের ওপর ৬টি ককটেল নিক্ষেপ করলে অনেকই আহত হয়।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতে ভুক্তভোগী মো. শাহজাহান মাঝি বাদী হয়ে মোট ১৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ।
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
৮ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১৯ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৩৯ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৪৩ মিনিট আগে