শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
একদিকে তীব্র ভ্যাপসা গরম, তার ওপর নিয়ম করে চলছে বিদ্যুতের লোডশেডিং। এভাবে থেকে থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে রাতে লোডশেডিংয়ের ফলে অনেকটাই নির্ঘুম কাটাতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গরমের তীব্রতায় চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষেরা। অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। গরমের মধ্যে বিদ্যুৎ না থাকলে দুর্ভোগ হয় তীব্রতর। দিন-রাত মিলিয়ে টানা দেড় ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। কিছুক্ষণ পরপরই লোডশেডিং হচ্ছে। ফলে দুর্ভোগ বাড়ছে। স্থানীয় বিভিন্ন কল-কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। বিপণি বিতানগুলোও থাকছে ক্রেতাশূন্য।
এদিকে গরমের কারণে শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। ফসলের খেতে কাজ করা থেকে বিরত রয়েছেন শ্রমিকেরা। ঘরের বাইরে অতি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না অনেকে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। সড়কে ইজিবাইক-ভ্যানের সংখ্যাও কম। গরমে অতিষ্ঠ হয়ে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে দেখা গেছে দিনমজুরদের।
শিবচরের বাসিন্দা ষাটোর্ধ্ব মো. ইকবাল বলেন, ‘রাতে ঘুম ভেঙেছে বারবার। বিদ্যুৎ এসে কিছুক্ষণ থেকেই চলে যায়। আর গরমে ঘুম ভেঙে যায়। এভাবে সারা রাত কেটেছে। শরীর ভীষণ অসুস্থ লাগছে। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে।’
হেমায়েত হোসেন নামের এক দিনমজুর বলেন, ‘খেতে কাজ করার জন্য কুষ্টিয়া থেকে শিবচরের কুতুবপুর এলাকায় এসেছি। সকালে অল্প কিছু সময় খেতে ছিলাম। এরপর আর থাকা সম্ভব হয়নি। প্রচণ্ড গরম। তা ছাড়া পাটখেতে তাপ আরও বেশি। একটু বাতাসও নাই। কাজ ফেলে রেখে সেতুর নিচে আশ্রয় নিয়েছি।’
মো. আবুল কাশেম নামের আরেক ব্যক্তি বলেন, ‘খেতে-খামারে কাজ করার মতো অবস্থা নাই। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যাচ্ছি। চারপাশে কোনো বাতাসও নেই। পানি আর স্যালাইন খাচ্ছি। এ রকম গরমে মানুষ মারাও যেতে পারে।’
মো. সোহাগ নামের এক ব্যক্তি বলেন, ‘একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। ফলে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে। এক-দেড় ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। গত রাত ১০টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত চারবার বিদ্যুৎ গেছে। এভাবে রাতে ঘুমানো দায়। শিশুদের নিয়ে আরও বেশি বিপাকে পড়তে হচ্ছে।’
এ বিষয়ে মাদারীপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি তাপপ্রবাহ থাকতে পারে আরও কয়েক দিন। এই সময়ে বৃষ্টির কোনো আভাস নেই। দিনের মতো রাতেও অপরিবর্তিত থাকবে তাপমাত্রা।
পল্লী বিদ্যুতের শিবচর উপজেলার ডিজিএম মো. মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন প্রায় বন্ধের পথে। আমাদের শিবচরে ৩০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাচ্ছি মাত্র ৮ মেগাওয়াট। এই অবস্থায় লোডশেডিং দেওয়া ছাড়া কোনো উপায় নাই।’
তীব্র এই গরমে করণীয় জানাতে গিয়ে মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ বলেন, গরমে সবাইকে সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। বাচ্চাদের দিকে নজর রাখতে হবে। যেন রোদে ঘেমে না যায়। তা ছাড়া ছায়াযুক্ত স্থানে বেশি থাকতে হবে।
একদিকে তীব্র ভ্যাপসা গরম, তার ওপর নিয়ম করে চলছে বিদ্যুতের লোডশেডিং। এভাবে থেকে থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে রাতে লোডশেডিংয়ের ফলে অনেকটাই নির্ঘুম কাটাতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গরমের তীব্রতায় চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষেরা। অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। গরমের মধ্যে বিদ্যুৎ না থাকলে দুর্ভোগ হয় তীব্রতর। দিন-রাত মিলিয়ে টানা দেড় ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। কিছুক্ষণ পরপরই লোডশেডিং হচ্ছে। ফলে দুর্ভোগ বাড়ছে। স্থানীয় বিভিন্ন কল-কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। বিপণি বিতানগুলোও থাকছে ক্রেতাশূন্য।
এদিকে গরমের কারণে শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। ফসলের খেতে কাজ করা থেকে বিরত রয়েছেন শ্রমিকেরা। ঘরের বাইরে অতি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না অনেকে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। সড়কে ইজিবাইক-ভ্যানের সংখ্যাও কম। গরমে অতিষ্ঠ হয়ে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে দেখা গেছে দিনমজুরদের।
শিবচরের বাসিন্দা ষাটোর্ধ্ব মো. ইকবাল বলেন, ‘রাতে ঘুম ভেঙেছে বারবার। বিদ্যুৎ এসে কিছুক্ষণ থেকেই চলে যায়। আর গরমে ঘুম ভেঙে যায়। এভাবে সারা রাত কেটেছে। শরীর ভীষণ অসুস্থ লাগছে। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে।’
হেমায়েত হোসেন নামের এক দিনমজুর বলেন, ‘খেতে কাজ করার জন্য কুষ্টিয়া থেকে শিবচরের কুতুবপুর এলাকায় এসেছি। সকালে অল্প কিছু সময় খেতে ছিলাম। এরপর আর থাকা সম্ভব হয়নি। প্রচণ্ড গরম। তা ছাড়া পাটখেতে তাপ আরও বেশি। একটু বাতাসও নাই। কাজ ফেলে রেখে সেতুর নিচে আশ্রয় নিয়েছি।’
মো. আবুল কাশেম নামের আরেক ব্যক্তি বলেন, ‘খেতে-খামারে কাজ করার মতো অবস্থা নাই। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যাচ্ছি। চারপাশে কোনো বাতাসও নেই। পানি আর স্যালাইন খাচ্ছি। এ রকম গরমে মানুষ মারাও যেতে পারে।’
মো. সোহাগ নামের এক ব্যক্তি বলেন, ‘একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। ফলে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে। এক-দেড় ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। গত রাত ১০টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত চারবার বিদ্যুৎ গেছে। এভাবে রাতে ঘুমানো দায়। শিশুদের নিয়ে আরও বেশি বিপাকে পড়তে হচ্ছে।’
এ বিষয়ে মাদারীপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি তাপপ্রবাহ থাকতে পারে আরও কয়েক দিন। এই সময়ে বৃষ্টির কোনো আভাস নেই। দিনের মতো রাতেও অপরিবর্তিত থাকবে তাপমাত্রা।
পল্লী বিদ্যুতের শিবচর উপজেলার ডিজিএম মো. মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন প্রায় বন্ধের পথে। আমাদের শিবচরে ৩০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাচ্ছি মাত্র ৮ মেগাওয়াট। এই অবস্থায় লোডশেডিং দেওয়া ছাড়া কোনো উপায় নাই।’
তীব্র এই গরমে করণীয় জানাতে গিয়ে মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ বলেন, গরমে সবাইকে সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে। বাচ্চাদের দিকে নজর রাখতে হবে। যেন রোদে ঘেমে না যায়। তা ছাড়া ছায়াযুক্ত স্থানে বেশি থাকতে হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে