নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষাবিষয়ক বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার সকালে রাজধানী গুলশানের এক বেসরকারি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীরা বাইরে কোথায়ও পড়তে গেলে সেখানের অনেক কিছু তারা বুঝতে পারে, যা বেড়াতে গিয়ে বোঝা যায় না। আমরা চাই বিদেশি শিক্ষার্থীরাও আমাদের দেশে পড়তে আসুক আবার ভালো সুযোগ নিয়ে আমাদের শিক্ষার্থীরাও বিদেশে পড়তে যাক। আমি আশা করি বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমাদের এ দুই দেশের বন্ধন আরও সুদৃঢ় হবে। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। একই সঙ্গে আমরা দক্ষিণ এশিয়ার নাগরিক এবং দক্ষিণ এশিয়ার যে সংস্কৃতি তাকেও আমরা ভালোবাসি।’
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যসহ যেসব কমন সমস্যা আছে, আপনারাই সেগুলো মোকাবিলা করবেন। আমরা সবাই এসব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করব। আপনাদের সবার মধ্যে বন্ধুত্ব তৈরিতে এই স্টাডি ইন ইন্ডিয়া ক্যাম্পেইন ভালোই কাজে দেবে। আমরা সবাই একসঙ্গে উন্নত দক্ষিণ এশিয়ার জন্য কাজ করব।’
অনুষ্ঠানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীরা একে অন্যের দেশে পড়াশোনা করার বিষয়টি একধরনের বিনিয়োগও বটে, যা দুই দেশের সুন্দর সম্পর্ক বৃদ্ধির একটা বড় মাধ্যম। বাংলাদেশ ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন ব্যবসা, স্টার্টআপ, বাণিজ্য ইত্যাদি বিষয় আরও বাড়বে। এ ছাড়া স্টাডি ইন ইন্ডিয়া ক্যাম্পেইন আমাদের দুই দেশের পরবর্তী প্রজন্মের পরস্পরের মাঝে যোগাযোগ বাড়ানো এবং তাদের নিজেদের উপকৃত হওয়ার বড় একটা সুযোগ।’
শিক্ষাবিষয়ক বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার সকালে রাজধানী গুলশানের এক বেসরকারি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীরা বাইরে কোথায়ও পড়তে গেলে সেখানের অনেক কিছু তারা বুঝতে পারে, যা বেড়াতে গিয়ে বোঝা যায় না। আমরা চাই বিদেশি শিক্ষার্থীরাও আমাদের দেশে পড়তে আসুক আবার ভালো সুযোগ নিয়ে আমাদের শিক্ষার্থীরাও বিদেশে পড়তে যাক। আমি আশা করি বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমাদের এ দুই দেশের বন্ধন আরও সুদৃঢ় হবে। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। একই সঙ্গে আমরা দক্ষিণ এশিয়ার নাগরিক এবং দক্ষিণ এশিয়ার যে সংস্কৃতি তাকেও আমরা ভালোবাসি।’
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যসহ যেসব কমন সমস্যা আছে, আপনারাই সেগুলো মোকাবিলা করবেন। আমরা সবাই এসব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করব। আপনাদের সবার মধ্যে বন্ধুত্ব তৈরিতে এই স্টাডি ইন ইন্ডিয়া ক্যাম্পেইন ভালোই কাজে দেবে। আমরা সবাই একসঙ্গে উন্নত দক্ষিণ এশিয়ার জন্য কাজ করব।’
অনুষ্ঠানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীরা একে অন্যের দেশে পড়াশোনা করার বিষয়টি একধরনের বিনিয়োগও বটে, যা দুই দেশের সুন্দর সম্পর্ক বৃদ্ধির একটা বড় মাধ্যম। বাংলাদেশ ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন ব্যবসা, স্টার্টআপ, বাণিজ্য ইত্যাদি বিষয় আরও বাড়বে। এ ছাড়া স্টাডি ইন ইন্ডিয়া ক্যাম্পেইন আমাদের দুই দেশের পরবর্তী প্রজন্মের পরস্পরের মাঝে যোগাযোগ বাড়ানো এবং তাদের নিজেদের উপকৃত হওয়ার বড় একটা সুযোগ।’
বাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১৪ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
২৭ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
৩২ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে