Ajker Patrika

ইজতেমা ময়দানের ১৪৪ ধারা প্রত্যাহার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তিনি বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত শেষে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮-এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮/১২/ ২০২৪ তারিখ ১৪: ০০ ঘটিকা হতে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ (তিন) কিলোমিটারব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ অদ্য ২/১/২০২৫ খ্রিষ্টাব্দ বিকেল ১৭: ০০ ঘটিকা হতে প্রত্যাহার করা হলো।’

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভি ও মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত ও উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় ওই দিন দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমার ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত