মেয়র আইভীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ২১: ৪৯
Thumbnail image

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নেতা–কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় ১৫ আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তাঁরা। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতা–কর্মীরা। পরে মেয়র আইভী শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ভেঙে ফেলা বঙ্গবন্ধু চত্বর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কোনো বক্তব্য না রেখে দ্রুত নগর ভবনে চলে যান। 

এ সময় নগরীর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা কামরুল হুদা বাবুসহ দলীয় নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত