অনলাইন ডেস্ক
ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারকের অপসারণের দাবিতে টানা তিন দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনজীবীরা। আজ মঙ্গলবারও (১১ ফেব্রুয়ারি) তাঁদের প্রতিবাদের মুখে বিচারক নূরে আলম আদালতে বসেননি, ফলে কোনো বিচারকাজ পরিচালিত হয়নি। আইনজীবীরা জানিয়েছেন, বিচারককে অপসারণ না করা পর্যন্ত তাঁরা ট্রাইব্যুনাল বর্জন করবেন।
আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি সাবেক সভাপতিদের নিয়ে সভা করে। সভায় সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তে বলা হয়, বিচারক নূরে আলমকে অপসারণ না করা পর্যন্ত বর্জন অব্যাহত থাকবে।
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান আজকের পত্রিকাকে বলেন, সাইবার ট্রাইব্যুনাল বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। তাঁর আদালতে মামলা পরিচালনার জন্য কোনো আইনজীবী যাবেন না।
বর্তমান কমিটির সমাজকল্যাণ সম্পাদক মাহবুব হাসান রানা বলেন, সাইবার ট্রাইব্যুনালের বিচারক প্রতিনিয়ত আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। মামলার বাদী এবং আসামিদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ কারণে তাঁকে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত রোববার আইনজীবীদের আন্দোলনের মুখে বিচারকাজ পরিচালনা করেননি ট্রাইব্যুনালের বিচারক। গতকাল এজলাসে উঠে বিচারক আধঘণ্টার মধ্যে নেমে যেতে বাধ্য হন।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাইব্যুনালে বিচারাধীন এক মামলার আসামিকে জামিন না দেওয়ায় এ ঘটনার সূত্রপাত। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই দিনও মামলা পরিচালনার একপর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে যান।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সদস্য আইনজীবী শামসুজ্জামান দীপু আজকের পত্রিকাকে বলেন, বিচারকের আচরণে সাধারণ আইনজীবীরা ক্ষিপ্ত। এ জন্য সাধারণ আইনজীবীরা তাঁর অপসারণ চেয়ে আন্দোলন করছেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি মামলায় একজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাঁর অনুপস্থিতিতে মামলাটিতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়েক দিন আগে তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। সপ্তাহ ব্যবধানে আবারও তাঁর জামিন চাইলে বিচারক গত বৃহস্পতিবার তাঁর জামিন নামঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন নামঞ্জুর হওয়ায় উন্মুক্ত এজলাসে বিচারকের সঙ্গে তর্কবিতর্ক করলে বিচারক গত বৃহস্পতিবার এজলাস ত্যাগ করেন। এর জেরে হিসেবে গত কয়েক দিন আইনজীবীরা বিক্ষোভ করেন ট্রাইব্যুনালের সামনে।
এদিকে আন্দোলনরত আইনজীবীরা জানান, এই বিচারক আইনজীবীদের ও বিচারপ্রার্থীদের সঙ্গে মামলার শুনানির সময় প্রায়ই দুর্ব্যবহার করে থাকেন। তিনি আইনজীবীদের অসম্মান করে কথা বলেন। এ জন্য সাধারণ আইনজীবীরা তাঁর আদালত বর্জন করেছেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারকের অপসারণের দাবিতে টানা তিন দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনজীবীরা। আজ মঙ্গলবারও (১১ ফেব্রুয়ারি) তাঁদের প্রতিবাদের মুখে বিচারক নূরে আলম আদালতে বসেননি, ফলে কোনো বিচারকাজ পরিচালিত হয়নি। আইনজীবীরা জানিয়েছেন, বিচারককে অপসারণ না করা পর্যন্ত তাঁরা ট্রাইব্যুনাল বর্জন করবেন।
আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি সাবেক সভাপতিদের নিয়ে সভা করে। সভায় সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তে বলা হয়, বিচারক নূরে আলমকে অপসারণ না করা পর্যন্ত বর্জন অব্যাহত থাকবে।
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান আজকের পত্রিকাকে বলেন, সাইবার ট্রাইব্যুনাল বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। তাঁর আদালতে মামলা পরিচালনার জন্য কোনো আইনজীবী যাবেন না।
বর্তমান কমিটির সমাজকল্যাণ সম্পাদক মাহবুব হাসান রানা বলেন, সাইবার ট্রাইব্যুনালের বিচারক প্রতিনিয়ত আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। মামলার বাদী এবং আসামিদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ কারণে তাঁকে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত রোববার আইনজীবীদের আন্দোলনের মুখে বিচারকাজ পরিচালনা করেননি ট্রাইব্যুনালের বিচারক। গতকাল এজলাসে উঠে বিচারক আধঘণ্টার মধ্যে নেমে যেতে বাধ্য হন।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রাইব্যুনালে বিচারাধীন এক মামলার আসামিকে জামিন না দেওয়ায় এ ঘটনার সূত্রপাত। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই দিনও মামলা পরিচালনার একপর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে যান।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সদস্য আইনজীবী শামসুজ্জামান দীপু আজকের পত্রিকাকে বলেন, বিচারকের আচরণে সাধারণ আইনজীবীরা ক্ষিপ্ত। এ জন্য সাধারণ আইনজীবীরা তাঁর অপসারণ চেয়ে আন্দোলন করছেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি মামলায় একজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাঁর অনুপস্থিতিতে মামলাটিতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়েক দিন আগে তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। সপ্তাহ ব্যবধানে আবারও তাঁর জামিন চাইলে বিচারক গত বৃহস্পতিবার তাঁর জামিন নামঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন নামঞ্জুর হওয়ায় উন্মুক্ত এজলাসে বিচারকের সঙ্গে তর্কবিতর্ক করলে বিচারক গত বৃহস্পতিবার এজলাস ত্যাগ করেন। এর জেরে হিসেবে গত কয়েক দিন আইনজীবীরা বিক্ষোভ করেন ট্রাইব্যুনালের সামনে।
এদিকে আন্দোলনরত আইনজীবীরা জানান, এই বিচারক আইনজীবীদের ও বিচারপ্রার্থীদের সঙ্গে মামলার শুনানির সময় প্রায়ই দুর্ব্যবহার করে থাকেন। তিনি আইনজীবীদের অসম্মান করে কথা বলেন। এ জন্য সাধারণ আইনজীবীরা তাঁর আদালত বর্জন করেছেন।
ঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১
৩৮ মিনিট আগেশ্রীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার রতনকে (৫০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনুর রহমান মিলনের আদালত এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় যুবককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৪ দফা দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর পরপরই ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে ফাঁস হওয়া শিক্ষক-কর্মকর্তাদের আওয়ামী লীগ রক্ষার গোপন সভার ভিডিও প্রদর্শন করা হয়। অনলাইনে সভাটি হয়েছিল গত বছরের ৪ আগস্ট। এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক ড. মো. ম
১ ঘণ্টা আগে