সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আলুবাহী ট্রলি ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে মারা গেছেন। আজ সোমবার বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার হোগলাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেটির মাসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন দাদন সরকার (৩২) ও তার ছেলে হোনাইন সরকার (৩)। তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়। আহতদের মধ্যে রয়েছেন দাদন সরকারের স্ত্রী কুলসুম বেগম (৩০), জাকির হোসেন ও আরেক জনের পরিচয় জানা যায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ১১ টার দিকে দাদন সরকার তার স্ত্রী ও ছেলেকে নিয়ে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে সিএনজিতে করে মুন্সিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। ওই সিএনজিতে তারা ছাড়াও আরও দুজন যাত্রী ছিলেন। বেলা সোয়া ১১ টার দিকে সিএনজিটি হোগলাকান্দি এলাকায় পৌছায়। ওই সড়ক দিয়ে বিপরীত দিকে একটি আলু বোঝাই ট্রলি যাচ্ছিলো। সে সময় সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিতে থাকা সবাই আহত হন। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক দাদন সরকার ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি চিকিৎসক এম এ কামাল প্রধান বলেন, ‘বেলা পৌনে ১২ টার দিকে মৃত অবস্থায় দুজনসহ ৫ জনকে হাসপাতালে আনা হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মাসহ আরও তিনজন। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছে ট্রলির চালক।’
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আলুবাহী ট্রলি ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে মারা গেছেন। আজ সোমবার বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার হোগলাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেটির মাসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন দাদন সরকার (৩২) ও তার ছেলে হোনাইন সরকার (৩)। তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়। আহতদের মধ্যে রয়েছেন দাদন সরকারের স্ত্রী কুলসুম বেগম (৩০), জাকির হোসেন ও আরেক জনের পরিচয় জানা যায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ১১ টার দিকে দাদন সরকার তার স্ত্রী ও ছেলেকে নিয়ে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে সিএনজিতে করে মুন্সিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। ওই সিএনজিতে তারা ছাড়াও আরও দুজন যাত্রী ছিলেন। বেলা সোয়া ১১ টার দিকে সিএনজিটি হোগলাকান্দি এলাকায় পৌছায়। ওই সড়ক দিয়ে বিপরীত দিকে একটি আলু বোঝাই ট্রলি যাচ্ছিলো। সে সময় সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিতে থাকা সবাই আহত হন। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক দাদন সরকার ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি চিকিৎসক এম এ কামাল প্রধান বলেন, ‘বেলা পৌনে ১২ টার দিকে মৃত অবস্থায় দুজনসহ ৫ জনকে হাসপাতালে আনা হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মাসহ আরও তিনজন। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছে ট্রলির চালক।’
হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে উপজেলার সিংহ গ্রামের মাইজহাটি ও দাইরল এলাকার বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
৩ মিনিট আগেরাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাসার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাসার উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
৬ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় টানা ১২ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে মেরামত কাজ শেষে পুনরায় যানচলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতুর পাটাতন খুলে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়
৭ মিনিট আগেফরিদপুরে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারে থাকা দুই জেলে গুরুতর আহত হয়েছেন। তাঁদের নদীতে ভেসে থাকতে দেখে অন্য জেলেরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন।
৮ মিনিট আগে