গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় দুই যমজ ভাই মিলে এক বন্ধুকে কুপিয়ে একটি দশতলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গতকাল সোমবার রাত অনুমান সাড়ে ৭টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর জেনারেল হাসপাতাল রোডের ইউনিক টাওয়ারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাব্বির হোসেন (২০)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধার মানিক গ্রামের মৃত মোশারফ উদ্দীনের ছেলে। তিনি এসএসসি পরীক্ষায় ফেল করার পর আর লেখাপড়া করেননি।
অভিযুক্ত দুই সহোদর হলেন রাকিব ও সাকিব (২৭)। তাঁরা কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। তাঁরা যমজ ভাই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর থানার সফিপুর জেনারেল হাসপাতাল রোডে ইউনিক টাওয়ারের ৯ সি ফ্ল্যাটে মা-বাবার সঙ্গে থাকেন রাকিব ও সাকিব। সোমবার বিকেলে রাকিব ও সাকিব তাঁদের পার্শ্ববর্তী এলাকার বন্ধু সাব্বিরকে নিয়ে আড্ডান জন্য ওই ভবনের দশম তলায় যান। সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন তাঁরা। স্থানীয়রা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র, মুড়িভর্তি একটি পট এবং একটি বঁটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা মা-বাবাসহ পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, রাকিব ও সাকিব সাব্বিরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে ছাদ থেকে ফেলে দেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানা যায়নি।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুতই পুলিশ ঘটনাস্থলে যায়। আলামত ও লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে নিহতের ভাই মহিউদ্দিন বাদী হয়ে রাকিব ও সাকিবের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আজ মঙ্গলবার মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় দুই যমজ ভাই মিলে এক বন্ধুকে কুপিয়ে একটি দশতলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গতকাল সোমবার রাত অনুমান সাড়ে ৭টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর জেনারেল হাসপাতাল রোডের ইউনিক টাওয়ারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাব্বির হোসেন (২০)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধার মানিক গ্রামের মৃত মোশারফ উদ্দীনের ছেলে। তিনি এসএসসি পরীক্ষায় ফেল করার পর আর লেখাপড়া করেননি।
অভিযুক্ত দুই সহোদর হলেন রাকিব ও সাকিব (২৭)। তাঁরা কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। তাঁরা যমজ ভাই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর থানার সফিপুর জেনারেল হাসপাতাল রোডে ইউনিক টাওয়ারের ৯ সি ফ্ল্যাটে মা-বাবার সঙ্গে থাকেন রাকিব ও সাকিব। সোমবার বিকেলে রাকিব ও সাকিব তাঁদের পার্শ্ববর্তী এলাকার বন্ধু সাব্বিরকে নিয়ে আড্ডান জন্য ওই ভবনের দশম তলায় যান। সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন তাঁরা। স্থানীয়রা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র, মুড়িভর্তি একটি পট এবং একটি বঁটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা মা-বাবাসহ পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, রাকিব ও সাকিব সাব্বিরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে ছাদ থেকে ফেলে দেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানা যায়নি।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুতই পুলিশ ঘটনাস্থলে যায়। আলামত ও লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে নিহতের ভাই মহিউদ্দিন বাদী হয়ে রাকিব ও সাকিবের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আজ মঙ্গলবার মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আজ বুধবার সকাল ৯টায় কুয়েটে গিয়ে দেখা যায়, টানা ৪১ ঘণ্টার অনশনে আন্দোলনরত ২৬ শিক্ষার্থীদের সবাই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। কুয়েটের আবাসিক—অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল...
২১ মিনিট আগেঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৯ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৯ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৯ ঘণ্টা আগে