উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরখানের শাহ কবীর (রহ.) মাজার থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।
আজ শনিবার সন্ধ্যায় জিয়ারতকারীদের বিশ্রামাগার থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাজারটির মূল ফটকের আশপাশের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই বৃদ্ধ লোকটিকে কয়েক দিন আগে এক নারী রেখে চলে যান।
মাজারের লোকজন জানান, অজ্ঞাত ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় গেটের সামনে পড়ে থাকতে দেখে মাজারের ভেতরের বিশ্রামাগারে নিয়ে এসে রাখা হয়। সেই সঙ্গে মাজারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়। তাঁর সঙ্গে মাজারের পাগলেরাও সেখানে থাকতেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, লোকটি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে চাপে ছিলেন। গতকাল শুক্রবারও একটি দোকানে বসে চা খেয়েছিলেন। তখন দোকানদার ও আশপাশের লোকজনের সঙ্গে কথাও বলেছিলেন তিনি।
শাহ কবীর (রহ.) মাজারের খাদেম মো. শমসের আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধ লোকটি মারা যাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। যখন মারা গেছে, তখন পাগলগুলো দৌড়ে এসে বসেছিল। পরে আমরা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’
উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মাজারের ভেতরে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর মরদেহটি উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’
মৃত্যুর কারণ প্রসঙ্গে পরিদর্শক শরীফুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় উত্তরখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’
রাজধানীর উত্তরখানের শাহ কবীর (রহ.) মাজার থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।
আজ শনিবার সন্ধ্যায় জিয়ারতকারীদের বিশ্রামাগার থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাজারটির মূল ফটকের আশপাশের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই বৃদ্ধ লোকটিকে কয়েক দিন আগে এক নারী রেখে চলে যান।
মাজারের লোকজন জানান, অজ্ঞাত ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় গেটের সামনে পড়ে থাকতে দেখে মাজারের ভেতরের বিশ্রামাগারে নিয়ে এসে রাখা হয়। সেই সঙ্গে মাজারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়। তাঁর সঙ্গে মাজারের পাগলেরাও সেখানে থাকতেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, লোকটি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে চাপে ছিলেন। গতকাল শুক্রবারও একটি দোকানে বসে চা খেয়েছিলেন। তখন দোকানদার ও আশপাশের লোকজনের সঙ্গে কথাও বলেছিলেন তিনি।
শাহ কবীর (রহ.) মাজারের খাদেম মো. শমসের আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধ লোকটি মারা যাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। যখন মারা গেছে, তখন পাগলগুলো দৌড়ে এসে বসেছিল। পরে আমরা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’
উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মাজারের ভেতরে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর মরদেহটি উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’
মৃত্যুর কারণ প্রসঙ্গে পরিদর্শক শরীফুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় উত্তরখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’
জধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৬ মিনিট আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
২৪ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
৩২ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে