Ajker Patrika

ডিএনসিসির উন্নয়ন গাছ না কেটেই করা হচ্ছে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মে ২০২৩, ১৬: ৩৩
ডিএনসিসির উন্নয়ন গাছ না কেটেই করা হচ্ছে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উন্নয়ন কর্মকান্ড গাছ না কেটেই করা হচ্ছে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘মহাখালী আমতলী থেকে গুলশান–১ পর্যন্ত ৫৯টি গাছের মধ্যে মাত্র ৪টি গাছ কাটতে হয়েছে। কোথায় কোন গাছ লাগাব এর একটি পলিসি তৈরি করেছি। আমরা একটি বই তৈরি করেছি। পাখির জন্য কী কী গাছ প্রয়োজন সে গাছ লাগানো হবে।’

আজ শনিবার ডিএনসিসি মেয়রের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেয়র আতিক এসব কথা বলেন। এ সময় ডিএসসিসি এলাকার খালগুলো থেকে গত এক বছরে প্রায় ২ লাখ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।  

মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটিতে ১২৫০ কিলোমিটার ড্রেন নিয়মিত পরিস্কার করা হয়। আমরা আন্ডারগ্রাউন্ড এসটিএস তৈরি করার বিষয়ে কাজ এগিয়ে নিচ্ছি। উত্তর সিটি এলাকায় ৫২টি এসটিএস রয়েছে। এ বছর নতুন করে ৯টি করা হয়েছে, ৩টির কাজ চলমান।’ 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সুস্থ ঢাকা গড়তে কল্যাণপুরে রিটেনশন পন্ডের কাজ চলছে। এটিকে বাস্তবায়ন করতে সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। কালশীর বালুর মাঠের ১৬ বিঘা জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেখানে খেলার মাঠ হবে।’ 

মশা নিয়ন্ত্রণ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মেয়র বলেন, ‘গত বছরের থেকে ভিন্ন এক মডেলে গিয়ে এবার মশা নিয়ন্ত্রণে কাজ করব। আগামী ২ সপ্তাহের মধ্যে বিটিআই ওষুধ চলে আসবে। আমরা লার্ভিসাইডে গুরুত্ব দিব, ক্যাম্পেইন করবো।’

ছাদ বাগানে মশার প্রজনন চিহ্নিত করতে ড্রোন ব্যবহার করার বিষয়ে ডিএনসিসি মেয়র বলেন, ড্রোন প্রযুক্তির মাধ্যমে প্রায় ২৮ হাজার বাড়ির ছাদ পরীক্ষা করে ২২ শ বাড়িতে ছাদ বাগান চিহ্নিত করা হয়েছে এবং ২০০ বাড়িতে মশার প্রজনন ক্ষেত্র থাকার মতো পানির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত