গণস্বাস্থ্য নগর হাসপাতালে ১ হাজার টাকায় ডায়ালাইসিস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯: ৫৭
Thumbnail image

মাত্র ১ হাজার টাকায় ডায়ালাইসিস-সেবা চালু করার ঘোষণা দিয়েছে রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতাল।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ৫ ফেব্রুয়ারি রাত থেকে এই সেবা চালু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে অল্প খরচে চতুর্থ শিফটে রাত ৮টা ৩০ মিনিট এবং ৫ম শিফটে রাত ২টায় রোগীদের জন্য প্রতি সেশনে ন্যূনতম ১ হাজার টাকায় ডায়ালাইসিস চালুর সিদ্ধান্তে নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারা দেশে বিপর্যস্ত ডায়ালাইসিস ব্যবস্থা, গত কয়েক দিন পত্রপত্রিকায় ও বিভিন্ন মিডিয়ায় এমন খবর প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম ও ঢাকায় রোগীদের আর্তনাদ এবং অসহনীয় পরিস্থিতির বিভিন্ন চিত্র প্রকাশিত হয়েছে। এ অবস্থায় গণস্বাস্থ্য ধানমন্ডির নগর হাসপাতাল ডায়ালাইসিস সেন্টারে রাতে রোগীদের অল্প খরচে ডায়ালাইসিস চালুর এই সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য রোগীর প্রতি সেশনে ১ হাজার টাকা খরচ পড়বে। প্রতি রাতে ১০০ রোগীকে এই সুবিধা দেওয়া যাবে। ডায়ালাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত