নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ বুধবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী।
কেকা রায় চৌধুরী বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে কলেজের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত গভর্নিং বডির জরুরি সভায় বসুন্ধরা শাখার ইংরেজি শিক্ষক আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানের দাবি তিনি যড়যন্ত্রের শিকার। তিনি বলেন, ‘আমাকে সরাতে শিক্ষকদের একটি গ্রুপ ষড়যন্ত্র করছে। আমি ষড়যন্ত্রের শিকার।’
গত ২৩ আগস্ট যৌন হয়রানির অভিযোগে নবম শ্রেণির ওই শিক্ষার্থীর বাবা ঢাকার বিভাগীয় কমিশনার ও গভর্নিং বডির সভাপতি মো. সাবিরুল ইসলামকে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে গত ৩১ আগস্ট সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) আল আমিন হালদারকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
২ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার আল আমিন হালদার তদন্তের শুনানিতে বসুন্ধরা শাখায় যান। ওই দিন ১০ জন শিক্ষক, ওই ছাত্রী বাবা-মা এবং দিবা শাখার ইনচার্জকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দ্বিতীয় দফায় আজ বুধবার বিকেলেও শুনানি জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে ৪ সেপ্টেম্বর আবু সুফিয়ানের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বসুন্ধরা শাখার শিক্ষকেরা। তারা আবু সুফিয়ানের সঙ্গে কাজ করবেন না মর্মে স্বাক্ষর সংগ্রহ করে অধ্যক্ষের কাছে আবেদনপত্র পাঠান। এরপর অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানকে বেইলি রোডের মূল শাখায় অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
১৯৫২ সালের ১৪ জানুয়ারি বেইলি রোডে যাত্রা শুরু হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের। পরে বসুন্ধরা, আজিমপুর, ধানমন্ডিতে শাখা খোলা হয়। সব মিলিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানে (বাংলা ও ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী ২৭ হাজারের বেশি। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী প্রায় এক হাজার।
ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ বুধবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী।
কেকা রায় চৌধুরী বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে কলেজের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত গভর্নিং বডির জরুরি সভায় বসুন্ধরা শাখার ইংরেজি শিক্ষক আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানের দাবি তিনি যড়যন্ত্রের শিকার। তিনি বলেন, ‘আমাকে সরাতে শিক্ষকদের একটি গ্রুপ ষড়যন্ত্র করছে। আমি ষড়যন্ত্রের শিকার।’
গত ২৩ আগস্ট যৌন হয়রানির অভিযোগে নবম শ্রেণির ওই শিক্ষার্থীর বাবা ঢাকার বিভাগীয় কমিশনার ও গভর্নিং বডির সভাপতি মো. সাবিরুল ইসলামকে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে গত ৩১ আগস্ট সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) আল আমিন হালদারকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
২ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার আল আমিন হালদার তদন্তের শুনানিতে বসুন্ধরা শাখায় যান। ওই দিন ১০ জন শিক্ষক, ওই ছাত্রী বাবা-মা এবং দিবা শাখার ইনচার্জকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দ্বিতীয় দফায় আজ বুধবার বিকেলেও শুনানি জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে ৪ সেপ্টেম্বর আবু সুফিয়ানের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন বসুন্ধরা শাখার শিক্ষকেরা। তারা আবু সুফিয়ানের সঙ্গে কাজ করবেন না মর্মে স্বাক্ষর সংগ্রহ করে অধ্যক্ষের কাছে আবেদনপত্র পাঠান। এরপর অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানকে বেইলি রোডের মূল শাখায় অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
১৯৫২ সালের ১৪ জানুয়ারি বেইলি রোডে যাত্রা শুরু হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের। পরে বসুন্ধরা, আজিমপুর, ধানমন্ডিতে শাখা খোলা হয়। সব মিলিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানে (বাংলা ও ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী ২৭ হাজারের বেশি। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী প্রায় এক হাজার।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে