নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডাকাতি, ছিনতাই ও চুরি প্রতিরোধে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। অভিযানে গত দুই দিনে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যান এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। জোরদার করা হয়েছে সেনা, র্যাব ও পুলিশের টহল।
আজ রোববার দুপুরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনা, র্যাব ও পুলিশের সমন্বয় যৌথবাহিনীর সদস্যরা। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
এর আগে গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, চন্দ্রিমা উদ্যান, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, একতা হাউজিং ও নবী নগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তাঁদের বিরুদ্ধে এলাকায় ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত দুই দিনে এ নিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করল যৌথবাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর বসিলার সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সেনা কর্মকর্তা ও ২৩ ইস্ট বেঙ্গল উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, কোথাও সন্ত্রাসী কার্যক্রম ঘটলে, সেনাবাহিনীকে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
মেজর নাজিম বলেন, ‘ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বিভিন্ন হাউজিং সোসাইটিতে ছিনতাইকারী, ডাকাত দলের সদস্য, চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল রাতে ৪৫ জন এবং আজ রোববার জেনেভা ক্যাম্প থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’
গত দুই সপ্তাহ ধরে মোহাম্মদপুরে ছিনতাই, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শুক্রবার বসিলায় একটি সুপারশপে ডাকাতির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ঘটনার প্রধান অভিযুক্ত ও মামলার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সেনা কর্মকর্তা জানান, মোহাম্মদপুরে ২৭-২৮টি কিশোর গ্যাং চিহ্নিত করা হয়েছে। জেনেভা ক্যাম্পে এ পর্যন্ত ছয় বার অভিযান হয়েছে। সেখান থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত যত গ্রেপ্তার হয়েছে এর ৩০ শতাংশ জেনেভা ক্যাম্পের।
ওই এলাকা থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর এখন পর্যন্ত দুই শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে। এ সময় ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদক, একটি গ্রেনেড ও ৮০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ঢাকা উদ্যানে একটি অস্থায়ী ক্যাম্প করেছে সেনাবাহিনী। মনির মার্কেটের পাশে এই ক্যাম্প বসানো হয়েছে। এই ক্যাম্প থেকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন সবগুলো হাউজিংয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলী বলেন, ‘মোহাম্মদপুরে নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের নিয়ে অপরাধ দমনে যৌথবাহিনী কাজ করছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।’
ডাকাতি, ছিনতাই ও চুরি প্রতিরোধে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। অভিযানে গত দুই দিনে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যান এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। জোরদার করা হয়েছে সেনা, র্যাব ও পুলিশের টহল।
আজ রোববার দুপুরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনা, র্যাব ও পুলিশের সমন্বয় যৌথবাহিনীর সদস্যরা। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
এর আগে গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, চন্দ্রিমা উদ্যান, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, একতা হাউজিং ও নবী নগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তাঁদের বিরুদ্ধে এলাকায় ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত দুই দিনে এ নিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করল যৌথবাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর বসিলার সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সেনা কর্মকর্তা ও ২৩ ইস্ট বেঙ্গল উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, কোথাও সন্ত্রাসী কার্যক্রম ঘটলে, সেনাবাহিনীকে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
মেজর নাজিম বলেন, ‘ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বিভিন্ন হাউজিং সোসাইটিতে ছিনতাইকারী, ডাকাত দলের সদস্য, চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল রাতে ৪৫ জন এবং আজ রোববার জেনেভা ক্যাম্প থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’
গত দুই সপ্তাহ ধরে মোহাম্মদপুরে ছিনতাই, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শুক্রবার বসিলায় একটি সুপারশপে ডাকাতির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ঘটনার প্রধান অভিযুক্ত ও মামলার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সেনা কর্মকর্তা জানান, মোহাম্মদপুরে ২৭-২৮টি কিশোর গ্যাং চিহ্নিত করা হয়েছে। জেনেভা ক্যাম্পে এ পর্যন্ত ছয় বার অভিযান হয়েছে। সেখান থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত যত গ্রেপ্তার হয়েছে এর ৩০ শতাংশ জেনেভা ক্যাম্পের।
ওই এলাকা থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর এখন পর্যন্ত দুই শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে। এ সময় ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদক, একটি গ্রেনেড ও ৮০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ঢাকা উদ্যানে একটি অস্থায়ী ক্যাম্প করেছে সেনাবাহিনী। মনির মার্কেটের পাশে এই ক্যাম্প বসানো হয়েছে। এই ক্যাম্প থেকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন সবগুলো হাউজিংয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলী বলেন, ‘মোহাম্মদপুরে নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের নিয়ে অপরাধ দমনে যৌথবাহিনী কাজ করছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।’
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১১ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১৮ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
৩৩ মিনিট আগে