গোপালগঞ্জে বেনজীরের রিসোর্টে দুদকের প্রতিনিধিদল

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৪, ২২: ৩৬
Thumbnail image

গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এই সময় গণমাধ্যমকর্মীদের পার্কের ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। 

আজ বুধবার গোপালগঞ্জ ও মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের একটি যৌথ প্রতিনিধিদল ইকো রিসোর্টটি পরিদর্শন করেন। প্রতিনিধিদলের সদস্যরা পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেন। 

দুদক কর্মকর্তারা পার্ক কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। ছবি: ভিডিও থেকে সংগৃহীতএ সময় দুদক কর্মকর্তারা পার্কটি বিশেষ নজরে রেখেছেন এমনটি জানালেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অন্য কোনো বিষয়ে কথা বলতে রাজি হননি। এর আগে সোমবার থেকে সার্ভার জটিলতার কথা বলে পার্কটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

দুদক কর্মকর্তারা পার্ক কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। ছবি: ভিডিও থেকে সংগৃহীতঅভিযোগ রয়েছে, র‍্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজি থাকাকালীন বেনজীর আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। তবে পার্ক ও আশপাশ মিলিয়ে প্রায় ১ হাজার ৪০০ বিঘা জমি বেনজীর আহমেদের দখলে রয়েছে বলে জানা গেছে। এসব জমির বেশির ভাগ মালিক হিন্দু সম্প্রদায়ের মানুষ।

আরও খবর পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত