Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে সড়ক আটকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৪: ২৬
কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে সড়ক আটকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ 

কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে এসব কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। 

রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দুপাশের রাস্তা আটকে অবস্থান ও বিক্ষোভ করছেন ওই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। সকাল সাড়ে ১০টা থেকে ধীরে ধীরে সড়কে নেমে এই কর্মসূচি শুরু করেন তাঁরা। 

এতে করে মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এতে করে তীব্র যানজটে পড়েছে সাধারণ মানুষ। 

রাজধানীর উত্তরা এলাকায় উত্তরা বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরা এলাকায় উত্তরা বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সোয়া ১১টায় জমজম টাওয়ার এলাকায় বিক্ষোভ মিছিল করে। সেখান থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় তাঁরা। 

এ সময় উত্তরার সোনারগাঁও সড়কে যানচলাচল বন্ধ হয়ে হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

বিএনএস সেন্টার এলাকায় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। সেখানে তাদের সঙ্গে শিক্ষার্থীদের মারামারি শুরু হয়েছে বলে জানা গেছে।

মোহাম্মদপুরের ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সদরঘাট ও গাবতলী বেড়িবাঁধ সড়ক অবরোধ করেছেনঅন্যদিকে মোহাম্মদপুরের ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সদরঘাট ও গাবতলী বেড়িবাঁধ সড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁরা এই অবরোধ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সড়ক অবরোধ করে তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন দনিয়া কলেজের শিক্ষার্থীরাঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন দনিয়া কলেজের শিক্ষার্থীরা। ফলে সড়কে কাজলা এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত