নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। আমরা জাতীয় জরুরি সেবা থেকে কল পেয়ে ২টা ৮ মিনিটে সেখানে পৌঁছাই। পরে ঘটনাস্থলেই নিহত তিনজন এবং আহত মা-মেয়েকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘নিহত তিনজনই পুরুষ ব্যক্তি। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আমরা ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।’
এ বিষয়ে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও পলাশ মোল্লা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তবে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।
নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। আমরা জাতীয় জরুরি সেবা থেকে কল পেয়ে ২টা ৮ মিনিটে সেখানে পৌঁছাই। পরে ঘটনাস্থলেই নিহত তিনজন এবং আহত মা-মেয়েকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘নিহত তিনজনই পুরুষ ব্যক্তি। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আমরা ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।’
এ বিষয়ে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও পলাশ মোল্লা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তবে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২৬ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৩৪ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে