নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের তৃণমূল বিএনপির পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয় ভোট বর্জন করেছেন। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন প্রার্থী নিজেই। নির্বাচন বর্জনের পেছনে প্রশাসনের সহায়তা না পাওয়া ও স্থানীয় এমপির হুমকিকে দায়ী করেছেন।
আবু হানিফ হৃদয় নারায়ণগঞ্জ-২ এবং ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করছেন। নারায়ণগঞ্জ-২ আসনে তিনি তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেন। এই আসন থেকে সরে দাঁড়ালেও তিনি ঢাকা-৫ আসনে নির্বাচন চালিয়ে যাবেন।
লিখিত বক্তব্যে আবু হানিফ হৃদয় বলেন, ‘আড়াইহাজারে সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু এমপি আমাকে চরিত্রহরণ, গালিসহ বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকি দেখিয়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেও নিরাপত্তা বিষয় নিয়ে কোনো সহযোগিতা পাইনি।’
আগামীকাল নির্বাচন, ‘অথচ আমার নিজ গ্রামে আমার ভোটাররা ভীত। তাঁরা কেউ এজেন্ট হতে আগ্রহী হচ্ছে না ভয়ের কারণে। এমপির কৌশলগত ভয় ছড়ানোর কারণে কেউ এজেন্ট হয়ে জীবনের ঝুঁকি নিতে রাজি নয়। এমন অবস্থায় এই আসনে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছি না। তাই আজ সোনালী আঁশ প্রতীকের প্রার্থী হিসেবে এ আসনের নির্বাচন বর্জন করলাম।’
এ বিষয়ে আবু হানিফ বলেন, ‘আমি ইসিতে অভিযোগ করে সুরাহা পাইনি। অথচ এমপি বাবু তার বক্তব্যে বলেছেন, ‘‘কেউ কেউ পোস্টার টানিয়ে নেতা হতে চায়। আমাকে যেন নারীরা ঝাড়ু ও জুতাপেটা করে।’’ এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তা ছাড়া নির্বাচনের পরিবেশও অনুকূলে নেই। তাই প্রধান নির্বাচন কমিশন বরাবর নির্বাচন বর্জনের চিঠি পাঠিয়েছি।’
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের তৃণমূল বিএনপির পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয় ভোট বর্জন করেছেন। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন প্রার্থী নিজেই। নির্বাচন বর্জনের পেছনে প্রশাসনের সহায়তা না পাওয়া ও স্থানীয় এমপির হুমকিকে দায়ী করেছেন।
আবু হানিফ হৃদয় নারায়ণগঞ্জ-২ এবং ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করছেন। নারায়ণগঞ্জ-২ আসনে তিনি তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেন। এই আসন থেকে সরে দাঁড়ালেও তিনি ঢাকা-৫ আসনে নির্বাচন চালিয়ে যাবেন।
লিখিত বক্তব্যে আবু হানিফ হৃদয় বলেন, ‘আড়াইহাজারে সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু এমপি আমাকে চরিত্রহরণ, গালিসহ বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকি দেখিয়েছেন। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেও নিরাপত্তা বিষয় নিয়ে কোনো সহযোগিতা পাইনি।’
আগামীকাল নির্বাচন, ‘অথচ আমার নিজ গ্রামে আমার ভোটাররা ভীত। তাঁরা কেউ এজেন্ট হতে আগ্রহী হচ্ছে না ভয়ের কারণে। এমপির কৌশলগত ভয় ছড়ানোর কারণে কেউ এজেন্ট হয়ে জীবনের ঝুঁকি নিতে রাজি নয়। এমন অবস্থায় এই আসনে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছি না। তাই আজ সোনালী আঁশ প্রতীকের প্রার্থী হিসেবে এ আসনের নির্বাচন বর্জন করলাম।’
এ বিষয়ে আবু হানিফ বলেন, ‘আমি ইসিতে অভিযোগ করে সুরাহা পাইনি। অথচ এমপি বাবু তার বক্তব্যে বলেছেন, ‘‘কেউ কেউ পোস্টার টানিয়ে নেতা হতে চায়। আমাকে যেন নারীরা ঝাড়ু ও জুতাপেটা করে।’’ এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তা ছাড়া নির্বাচনের পরিবেশও অনুকূলে নেই। তাই প্রধান নির্বাচন কমিশন বরাবর নির্বাচন বর্জনের চিঠি পাঠিয়েছি।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৬ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
৭ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
৯ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
১০ মিনিট আগে